Mamata Banerjee | Suvendu Adhikari: একদিকে মমতা, অন্যদিকে শুভেন্দু-সুকান্ত! ১৫ তারিখ বাংলায় 'মহারণ'

Last Updated:

Mamata Banerjee | Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দিনেই জঙ্গলমহলে জোড়া কর্মসূচি সুকান্ত- শুভেন্দুর।

যুযুধান
যুযুধান
#কলকাতা: নজরে জঙ্গলমহল। অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে আদিবাসী ইস্যুতেই শান বিজেপির। ১৫ নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলমহলে সভার দিনেই পাল্টা সভা ও মিছিলের পরিকল্পনা বঙ্গ বিজেপির। গোপীবল্লভপুরে সুকান্ত মজুমদারের নেতৃত্বে রাজনৈতিক কর্মসূচি। মমতার সভার দিনেই বাঁকুড়ার জঙ্গলমহলে শুভেন্দুর সভা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দিনেই জঙ্গলমহলে জোড়া কর্মসূচি সুকান্ত- শুভেন্দুর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আদিবাসী অধ্যুষিত এলাকায় বঙ্গ বিজেপি অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে একাধিক রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছে বলে বিজেপি সূত্রের খবর।
advertisement
মমতা বন্দোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফরের আগে, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে তৃণমূল বিধায়ক অখিল গিরির মন্তব্যের তীব্র সমালোচনায় বিজেপি। দিনভর বিক্ষোভ, প্রতিবাদে পথে নেমেছে গেরুয়া শিবির। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় চলছে আন্দোলন। এরই মধ্যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, দল নারী শক্তির পক্ষে। কোনও ভাবেই তাঁরা মন্ত্রী অখিল গিরির এই মন্তব্যের সমর্থন করেন না। তবে একইসঙ্গে এই ঘটনায় বিজেপির তীব্র নিন্দা করেন কুণাল। তুলে আনেন শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁয়ের প্রসঙ্গও।
advertisement
রাজনৈতিক মহলের মতে, আদিবাসী এলাকায় অখিলের এই মন্তব্যকে হাতিয়ার করে জোরদার রাজনৈতিক প্রচারে নামতে চলেছে বিজেপি শিবির। এর আগেও দ্রৌপদী মূর্মূর নাম রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করার পর থেকে লাগাতার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছে বিজেপি শিবির৷ এবার অখিলের মন্তব্যকে হাতিয়ার করেই পথে নামার প্রস্তুতি নিয়েছে বিজেপি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee | Suvendu Adhikari: একদিকে মমতা, অন্যদিকে শুভেন্দু-সুকান্ত! ১৫ তারিখ বাংলায় 'মহারণ'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement