South 24 Parganas News: বাজি তৈরির মশলা পুলিশের হাতে তুলে দিলেন ব্যবসায়ীরা! কেন এমন পদক্ষেপ, জেনে নিন
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- news18 bangla
Last Updated:
South 24 Parganas News: পুলিশ সেই বাজির মশলা নষ্ট করেছে। কিছু মশলা বাজি প্রস্তুতকারকরা আবার নিজেরাই তা নষ্ট করেছেন।
ডায়মন্ডহারবার: বাজি ব্যবসায় রয়েছে ঝুঁকি। আর সেই জন্য পুলিশের আবেদনে সাড়া দিলেন ডায়মন্ডহারবারের বাজি ব্যবসায়ী এবং প্রস্তুতকারকরা। তাঁরা নিজেরাই বাজির মশলা তুলে দিলেন পুলিশের হাতে।
উল্লেখ্য, রাজ্য জুড়ে যখন বেআইনি বাজি কারবারিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ, তখন ডায়মন্ডহারবারে দেখা গেল উল্টো ছবি। সেখানে অনুমতি নেওয়া বাজি প্রস্তুতকারকরা নিজেদের বাজির মশলা তুলে দিয়েছেন পুলিশের হাতে।
পুলিশ সেই বাজির মশলা নষ্ট করেছে। কিছু মশলা বাজি প্রস্তুতকারকরা আবার নিজেরাই তা নষ্ট করেছেন। তাঁরা আর বাজি ব্যবসায় অংশ নিতে চান না বলে খবর। রাজ্যের বিভিন্ন জায়গায় যে বাজি বিস্ফোরণের খবর, আসছে তাতে তাঁরা ভীত।
advertisement
advertisement
আরও পড়ুন: জামাইষষ্ঠীর মাংস-পোলাও হজম হল না…! শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরেই এ কী দেখলেন জামাই? চক্ষুচড়কগাছ!
সম্প্রতি ডায়মন্ডহারবারের মহাকুমা পুলিশ আরক্ষা আধিকারিক বাজি ব্যবসায়ী এবং বাজি প্রস্তুতকারদের পেশা বদলের অনুরোধ করেছিলেন। তার আবেদনেই সাড়া দিয়ে বাজি কারবারিরা পুলিশের উপস্থিতিতে এই কাজ করেছেন।
advertisement
এ নিয়ে ডায়মন্ডহারবারের মহাকুমা পুলিশ আরক্ষা আধিকারিক মিতুন দে জানিয়েছেন, ডায়মন্ডহারবারে বহুল পরিমাণে বাজি প্রস্তুত না হলেও পুজো উপলক্ষ্যে কিছু বাজি প্রস্তুত হয়। তাঁরা বিভিন্ন ঘটনা দেখে নিজেরা এই পেশায় চাইছেন না। ফলে তাঁরা অন্য পেশায় যাওয়ার পরিকল্পনা করছেন।
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2023 7:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাজি তৈরির মশলা পুলিশের হাতে তুলে দিলেন ব্যবসায়ীরা! কেন এমন পদক্ষেপ, জেনে নিন









