ডায়মন্ড হারবার: জামাইষষ্ঠী পালন করতে সপরিবারে গিয়েছিলেন শ্বশুরবাড়িতে। বাড়ি ফিরে চক্ষু চড়কগাছ জামাইয়ের দেখতে পান ঘরের মধ্যে সবকিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। খোলা রয়েছে আলমারি।
ঘরে ঢুকে দেখেন বাড়িতে না থাকায় রাতের অন্ধকারে বাড়িতে চোর ঢুকে কয়েক লক্ষ টাকার সোনার গহনা-সহ নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার কেশবনগরে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুলপি থানার রাধানগরের কেশব নগর এলাকার বাসিন্দা রামপ্রসাদ মণ্ডল গত বৃহস্পতিবার জামাইষষ্ঠী পালন করতে সপরিবারে শ্বশুরবাড়িতে যান। জামাইষষ্ঠী সেরে শুক্রবার সকালে বাড়ি ফিরতেই দেখেন ঘরের মধ্যে সবকিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। এর পরেই বুঝতে পারেন তার বাড়িতে চুরি হয়েছে।
গৃহস্থের দাবি, ঘরে থাকা প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে চোর। বাড়িতে ছিলেন রামপ্রসাদ মণ্ডলের বৃদ্ধ বাবা-মা, বৃহস্পতিবার রাতে তুমুল ঝড় বৃষ্টির হওয়ার সুযোগে বাড়ি ফাঁকা থাকায় দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে চুরির করে বলে দাবি করেন রামপ্রসাদ মণ্ডল।
আরও পড়ুন: জামাইষষ্ঠীর নতুন ‘জামাই’…! কলকাতায় বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা বিদ্যার্থী!
অন্যদিকে ঘটনার পর খবর দেওয়া হয় কুলপি থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।
আনিশ উদ্দিন মোল্লা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।