South 24 Parganas News: ঝড়বৃষ্টিতে বিদ‍্যুতের তার ছিঁড়ে পড়ে পুকুরে! মর্মান্তিক পরিণতি স্থানীয় বাসিন্দার

Last Updated:

South 24 Parganas News: আহতদের সেখানেই চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ।

সাগর গ্রামীণ হাসপাতাল
সাগর গ্রামীণ হাসপাতাল
সাগর: বিদ‍্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়ে সাগরে মৃত‍্যু এক ব‍্যক্তির। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। মৃতের নাম হরিপদ দাস(৫০)। আহতদের নাম অশোক প্রধান ও জ‍্যোৎস্না প্রধান।
সূত্রের খবর, সাগরের বঙ্কিমনগরে পানবরজে কাজ করার জন‍্য বিদ‍্যুতের তার নিয়ে যাওয়া হয়েছিল বাড়ি থেকে। প্রবল ঝড় বৃষ্টিতে সেই তার ছিঁড়ে পড়ে পুকুরে। শুক্রবার সকালে জ‍্যোৎস্না প্রধান প্রথমে পুকুরে নামেন। ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
মাকে বাঁচাতে ছেলে অশোক প্রধানও পুকুরে নামেন। এর পর সেখানে বিদ‍্যুৎস্পৃষ্ট হয় তিনি। পুকুরে মা ও ছেলেকে একসঙ্গে বিদ‍্যুৎস্পৃষ্ট হতে দেখে পুকুরে নামেন হরিপদ দাস। এর পর চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসেন সেখানে।
advertisement
advertisement
বিদ‍্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের সাগর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা হরিপদ দাসকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের সেখানেই চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ।
advertisement
বর্তমানে মৃতদেহ উদ্ধার করে কাকদ্বীপ পুলিশ মর্গে ময়নাতদন্তের জন‍্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে পুলিশ। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ঝড়বৃষ্টিতে বিদ‍্যুতের তার ছিঁড়ে পড়ে পুকুরে! মর্মান্তিক পরিণতি স্থানীয় বাসিন্দার
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement