CPIM| Panchayat Election 2023|| ভোটের আগে কেমন আছে জেলার একমাত্র সিপিআইএম পরিচালিত পঞ্চায়েত? জানুন  

Last Updated:

Panchayat Election 2023: গ্রামের নাম রাধাকান্তপুর, দক্ষিণ ২৪ পরগণা জেলার একমাত্র সিপিআইএম পরিচালিত গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত ভোটের আগে কেমন আছে এই এলাকা দেখুন ভিডিও।

+
সিপিআইএম

সিপিআইএম পরিচালিত পঞ্চায়েত।

রায়দিঘি: গ্রামের নাম রাধাকান্তপুর, দক্ষিণ ২৪ পরগণা জেলার একমাত্র সিপিআইএম পরিচালিত গ্রাম পঞ্চায়েত। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে রাজ‍্যের বিভিন্ন জায়গায় যখন শাসকদল পঞ্চায়েত দখল করছে। তখন অন‍্যপথে হেঁটে ব‍্যাতিক্রমি দৃষ্টান্ত স্থাপন করেছে এই পঞ্চায়েত।
তবে পাঁচবছর কেমন আছে এই এলাকা তা জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম এলাকায়। এখন শাসক থেকে বিরোধী সবার গলায় একটাই কথা উন্নয়ন হয়নি এই পাঁচবছরে। আর সাধারণ মানুষজন তারা উন্নয়নের ছিটেফোঁটাও পাননি।
আরও পড়ুনঃ বাঁকুড়ার গিয়ে কাপিষ্টা যাননি নিশ্চই? গ্রামে পা দিলে আপনার ভাগ্য বদল নিশ্চিত, যাবেন নাকি?
কেন এই অবস্থা? সিপিআইএম ও তৃণমূল অবশ্য দু'জন, দু'জনকেই দোষারোপ করছে। সিপিআইএমের অভিযোগ বিরোধী পঞ্চায়েত হওয়ায় তাদের কাছে কোনও অর্থ পাঠানো হয়না, ফলে কাজ করা সম্ভব হয়না ইচ্ছা থাকলেও। অপরদিকে, তৃণমূলের অভিযোগ ক্ষমতায় থেকে একটিও কাজ করেনি সিপিআইএম। এলাকায় প্রধান সমস্যা জল। গরমের সময় তীব্র জলসংকট দেখা যায়। রাধাকান্তপুরের পাশ দিয়ে বয়ে চলা মণি নদী প্রায় শুকিয়ে যায় সে সময়ে। বিঘের পর বিঘে জমিতে জলের অভাবে চাষ করতে পারেন না স্থানীয়রা।
advertisement
advertisement
এলাকার রাস্তাঘাটের অবস্থা বেহাল। কার্যত এই পঞ্চায়েত এলাকায় যেন উন্নয়নের কাঁটা উলটো দিকে বয়ে চলছে। আর স্থানীয় মানুষজন, তারা নিজের সামান‍্য থাকার ঘরটুকু তৈরি দাবিতে কোনওরকমে বসবাস করছেন। সামনে আবার পঞ্চায়েত ভোট, নতুন দিনের আশায় নতুন স্বপ্নে দিন বাঁধছেন।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
CPIM| Panchayat Election 2023|| ভোটের আগে কেমন আছে জেলার একমাত্র সিপিআইএম পরিচালিত পঞ্চায়েত? জানুন  
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement