Day Out Destination: মাত্র ৫ টাকায় ডে আউট! কলকাতার কাছেই একবার ঢুঁ মারুন শীতে, রইল ঠিকানা

Last Updated:

Day Out Destination: আমূল বদলে গিয়েছে রায়দিঘির দিঘী। ফলে প্রচুর পরিমাণে পর্যটক আসছে সেখানে। আপনিও ঘুরে আসুন সেখান থেকে।

+
রায়দিঘির

রায়দিঘির দিঘী

রায়দিঘি: আমূল বদলে গিয়েছে রায়দিঘির দিঘী। ফলে প্রচুর পরিমাণে পর্যটক আসছে সেখানে। আপনিও ঘুরে আসুন সেখান থেকে।প্রায় ৭০ বিঘা জায়গার উপর অবস্থিত এই দিঘীকে ঘিরে তৈরি হয়েছে ইকো ট্যুরিজম পার্ক। মাত্র ৫ টাকা প্রবেশ মূল্যে এই পার্কে প্রবেশ করতে পারবেন আপনি।
রায়দিঘীর ঐতিহ্য রায়দিঘীর দিঘী।
শতাব্দী প্রাচীন এই দিঘীর নামেই এলাকার নাম। সেই দিঘীকেই পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে একের পর এক উদ্যোগ নিয়েছিল সুন্দরবন উন্নয়ন পর্ষদ ও রাজ‍্যের পর্যটন বিভাগ। প্রায় ৭০ বিঘা জায়গা জুড়ে অবস্থিত এই দিঘীটি। সংস্কারের অভাবে একসময় পতিত হয়ে পড়ছিল রায়দিঘীর দিঘী ।
advertisement
advertisement
বর্তমানে সুন্দরবন উন্নয়ন পর্ষদ, দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ, রাজ‍্যের পর্যটন বিভাগ সহ একাধিক দফতরের উদ‍্যোগে এই দিঘীর সংস্কারের কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৫ কোটি টাকা ব‍্যয় করা হয়েছে দিঘীর উন্নয়নয়ের পিছনে।আমূল বদলে ফেলা হয়েছে দিঘীটিকে। বর্তমানে চারিদিকে সুসজ্জিত ফুলের গাছ লাগানো হয়েছে। পর্যটকদের থাকার জন‍্য তৈরি করা হচ্ছে কটেজ। চলছে সৌন্দর্যায়নের কাজ। এছাড়াও চলছে মূল প্রবেশ পথে সুসজ্জিত গেট তৈরির কাজ।
advertisement
বর্তমানে পার্কের মধ্যে নতুন টয়লেটের বন্দোবস্ত করা হয়েছে। এখানে আসলে আপনি পার্কে ঘোরার পাশাপাশি ঘুরে আসতে পারেন বিখ্যাত জটার দেউলে। পার্ক থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই দেউল। তাহলে আর অপেক্ষা কিসের ঘুরে আসুন রায়দিঘির দিঘী থেকে।
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Day Out Destination: মাত্র ৫ টাকায় ডে আউট! কলকাতার কাছেই একবার ঢুঁ মারুন শীতে, রইল ঠিকানা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement