Durga Puja 2022|| ২৮৮ বছরে পা, মগরাহাটের বসুদের দুর্গাপুজো ঘিরে জমজমাট গোটা গ্রাম

Last Updated:

Magrahat Benipur Basu Bari Durga Puja: আঠারো শতকের মাঝমাঝি মগরাহাট তখন জঙ্গল। কোদালিয়ার মাহিনগরের জমিদারি ছেড়ে সেই মগরাহাটের জঙ্গল সাফ করে বেনিপুরে বসতি  স্থাপন করেন জমিদার বিজয়রাম বসু।

+
title=

#মগরাহাট: আঠারো শতকের মাঝমাঝি মগরাহাট তখন জঙ্গল।কোদালিয়ার মাহিনগরের জমিদারি ছেড়ে সেই মগরাহাটের জঙ্গল সাফ করে বেনিপুরে বসতি স্থাপন করেন জমিদার বিজয়রাম বসু। নির্মাণ করেন প্রাসাদোপম বাড়ি। বেনীপুরে জমিদারি পত্তনের সঙ্গে সঙ্গে জাঁকজমক করে শুরু করেন দুর্গার আরাধনা। তারপর থেকেই প্রতি বছর বেনীপুর বসুবাড়ীতে ধুমধাম করে পালিত হয় দুগাপুজা। গ্রামে পুজোর জন্য আলাদা করে তৈরি করা হয় বিশাল দালান। বসুবাড়ির পুজো এ বার ২৮৮ বছরে পা দিল। প্রাচীন প্রথা মেনে এখনও পুজো হয়ে আসছে এখানে। তবে পংক্তি ভোজন ও বলি প্রথা এখন আর নেই।
বংশপরম্পরায় অবশ্য একটি পরিবারই প্রতিমা তৈরি করে আসছে। ডাক পড়ে পুরোনো ঢাকিদেরও। পুরোহিতের ক্ষেত্রেও একই প্রথা চলছে। কালের নিয়মে জমিদারি আজ আর নেই। কিন্তু পরিবারের নতুন প্রজন্মের সদস্যরা পুজোতে কখনও ভাটা পড়তে দেননি। সাড়ম্বরে বংশ পরম্পরায় চলে আসছে এই বসু বাড়ির পুজো।
আরও পড়ুনঃ ঢাকে পড়ল কাঠি...আজই শুরু ট্যাংরার শীল লেনের দাস বাড়ির দুর্গাপুজো
দিন যত গড়িয়েছে জৌলুস বেড়েছে পুজোর। জৌলুস বাড়ার সঙ্গে সঙ্গে পুজোর সঙ্গে জড়িয়ে থাকা পরিবারের ঐতিহ্যকেও সমানতালে ধরে রেখেছেন পরিবারের বর্তমান সদস্যরা। প্রথা মেনে একচালা প্রতিমার পুজো হয় আজও। বছরের বাকি সময় যে যেখানেই থাকুন পুজোর কটা দিন বসুবাড়ির সকলেই গ্রামের বাড়িতে চলে আসেন। গ্রামের মানুষের সঙ্গে বছরের এই সময়টাই বসুবাড়ির সদস্যদের পূর্ণমিলন হয়। এলাকার বাসিন্দাদের সঙ্গে মিলেমিশে হই-হুল্লোড়ে মেতে ওঠেন পরিবারের সদস্যরা পুজোর প্রায় মাসখানেক আগে থেকেই পরিবারের তরফে তোড়জোড় শুরু হয়ে যায়।
advertisement
advertisement
বাড়ির মহিলাদের পাশাপাশি ছোটরাও নানাভাবে সহযোগিতা করে। পরিবারের প্রবীণ সদস্য শুভেন্দু বসু বলেন,' আগে এই দালানে পুজোর সময় পরিবারের সদস্যদের ভিড়ে গমগম করত। এখন অবশিষ্ট দালানের ভগ্ন কিছু অংশ ছাড়া বাকি সব ইতিহাস। গ্রামে কয়েকজন মাত্র থাকি আমরা। পরিবারের বাকি সবাই বাইরে থাকে। তবে পুজোর সময়ে সকলেই বাড়ি চলে আসেন'।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Durga Puja 2022|| ২৮৮ বছরে পা, মগরাহাটের বসুদের দুর্গাপুজো ঘিরে জমজমাট গোটা গ্রাম
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement