Durga Puja 2022|| ঢাকে পড়ল কাঠি...আজই শুরু ট্যাংরার শীল লেনের দাস বাড়ির দুর্গাপুজো
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Kolkta Tangra Das family durga puja 2022 start: ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে পুজো চলবে আগামী ১৬ দিন। আগামিকাল থেকে নিত্যপুজো হবে মহালয়া পর্যন্ত। একাদশী থেকে ষষ্ঠী পর্যন্ত হবে বিশেষ পুজো। এরপর সপ্তমী থেকে নবমী পর্যন্ত হবে মহাপুজো।
#কলকাতা: ঢাকে পড়ল কাঠি। ট্যাংরার দাস বাড়িতে শুরু হয়ে গেল এ বছরের দুর্গাপুজো। ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে পুজো চলবে আগামী ১৬ দিন। আগামিকাল থেকে নিত্যপুজো হবে মহালয়া পর্যন্ত। একাদশী থেকে ষষ্ঠী পর্যন্ত হবে বিশেষ পুজো। এরপর সপ্তমী থেকে নবমী পর্যন্ত হবে মহাপুজো। বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জন। আজ সকাল থেকেই পুজো শুরু হয়ে গিয়েছে, তাই স্বাভাবিকভাবেই দাস বাড়ি গমগম করছে ধাকের বাদ্যিতে। বর্তমানে বাড়ির বাসিন্দারা আনন্দ পালিত রোডে থাকলেও পুজো হয় শীল লেনে, দাসদের দুই পুরুষের আদি বাড়িতেই। সেখানে বাড়ির দেবতা রাধা-কৃষ্ণের ঘরের পাশেই দুর্গাপুজোর জায়গা।
দাস পরিবারের দুই সন্তান। দিদি পেশায় চিকিৎসক মৌমিতা দাস এবং ভাই প্রসেনজিৎ দাস পেশায় ইঞ্জিনিয়র। পুজোয় কোনও স্বপ্নাদেশ নেই। যেটা রয়েছে সেটা হল ভারতীয় সনাতন সংস্কৃতিকে ধরে রাখা। ভারতীয় পরম্পরাকে আঁকড়ে থাকা, তার চর্চা করা। দুর্গা একদিনের নন, প্রতিদিনের পূজ্য। প্রতিটি সকালেই দুর্গা নাম উচ্চারণ করতে হয়। প্রতিবার বাইরে যাওয়ার সময়ে মা-ঠাকুমারা ‘দুর্গা-দুর্গা’ উচ্চারণ করেন।' পুজো হয় কখনও রঘুনন্দনের ‘দুর্গোৎসব তত্ত্বের’ উপর ভিত্তি করে, কখনও বিদ্যাপতির লেখা ‘দুর্গাভক্তিতরঙ্গিনী’র নিয়মানুসারে। কখনও পুজো হয় শূলপাণির লেখা ‘দুর্গোৎসব বিবেক’ অনুযায়ী৷ রঘুনন্দন বা বিদ্যাপতির চেয়েও প্রাচীন এই বই৷
advertisement
advertisement

সারা বছর দাস বাড়িতে রাধাকৃষ্ণের পুজো করেন অন্য পূজারী। দুর্গাপুজোয় অবশ্য পুরোহিতের ভূমিকায় থাকেন বাড়ির একমাত্র ছেলে প্রসেনজিৎ দাস। আগে পূজারী হিসেবে যোগ দিতেন তাঁর দিদি, পেশায় চিকিৎসক মৌমিতা দাসও। বিয়ের পরে অবশ্য মৌমিতা আর সেই ভূমিকায় নেই। প্রসেনজিৎ বলেন, '১১ বছর আগে আমি আর দিদি মিলে ঠিক করেন দুর্গাপুজো করব। তবে মহাপুজো নয়। তাঁরা পুজো শুরু করবেন কৃষ্ণপক্ষের নবমী থেকে। আরও ঠিক করি, পুজোর সব কাজ করব নিজেরাই। তারপর থেকেই চলছে।'
advertisement
বাড়ির পুজো মানেই যে গৃহকর্তাই হবেন সবার উপরে তা কিন্তু নয়। আনন্দ পালিত লেনের কাছে শীল লেনের এই পুজোয় গৃহকর্তা প্রদীপকুমার দাস সবার উপরে রয়েছেন, কিন্তু পুজোটা ভাই-বোনের। বাড়িতে পুজোর রেওয়াজ বরাবরই ছিল। কিন্তু দুর্গাপুজো ছিল না। প্রদীপবাবুর দুই সন্তান মৌমিতা ও প্রসেনজিতের মধ্যে পুজোর প্রতি আগ্রহ ছিল ছেলেবেলা থেকেই। কিন্তু একটু বড় হওয়ার পরে সেটা অন্য ধারায় বইতে শুরু করে।
advertisement

কিন্ত সব পুজো যখন শুক্লা ষষ্ঠীতে শুরু হয় তখন এখানে অন্য রকম কেন? ১৮ দিন ধরেই বা পুজো কেন? প্রসেনজিৎ বলেন, 'অন্যত্র রঘুনন্দন তত্ত্ব অনুসারে পুজো হয়। রঘুনন্দন যেমন একজন স্মৃতিকার ছিলেন তেমনই আর একজন স্মৃতিকার শূলপাণি। বৃহৎ নন্দীকেশ্বর পুরাণ অনুসারে তাঁর দুর্গোৎসব-বিবেক গ্রন্থ মতে পুজো হওয়া উচিত কৃষ্ণা নবমী থেকে শুক্লা নবমী পর্যন্ত। সেই রীতি মেনেই আমরা পুজো করি।'
advertisement

প্রসেনজিতের কথায়, ''সকালে আর সন্ধ্যায় পুজো৷ মাঝে অফিসের কাজ ঠিকই সামলে দেওয়া যায়৷ বেনারস ও বৃন্দাবন থেকে পাঠক আসেন৷ তাঁরাই বেদপাঠ, চণ্ডীপাঠ করেন৷'' বাড়িতে মন্দির থাকায় ছোট থেকেই বৈষ্ণব আচারের সঙ্গে পরিচিত দুই ভাই-বোন৷ একসময় দুর্গাপুজোর উপর ঝোঁক বাড়ল৷ কিন্তু পুজো করার জন্যই করা নয়, পরতে পরতে মিশে যাওয়ার চেষ্টা করেছেন৷ স্রেফ আশ্বিনের শারদ প্রাতে নয়, লেগে থাকেন সারা বছরই৷ তাই প্রাচীন পুঁথি জোগাড় করা, পড়াশোনা—ইঞ্জিনিয়ারিংয়ের পাশে দিব্যি চলছে৷
advertisement
শুভাগতা দে ও সাহ্নিক ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 19, 2022 10:45 AM IST