South 24 Parganas News : ঠিক যেন সিনেমার গল্প, রায়দিঘিতে রাতের অন্ধকারে ডাকাত ধরল পুলিশ

Last Updated:

ঠিক যেন সিনেমার গল্প, টানটান উত্তেজনার মধ্যে রায়দিঘিতে রাতের অন্ধকারে ডাকাত ধরল পুলিশ। ডাকাত দলের কাছ থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র সহ একাধিক হাতিয়ার।

উদ্ধার  আগ্নেয়াস্ত্র 
উদ্ধার আগ্নেয়াস্ত্র 
রায়দিঘি: ঠিক যেন সিনেমার গল্প, টানটান উত্তেজনার মধ্যে রায়দিঘিতে রাতের অন্ধকারে ডাকাত ধরল পুলিশ। ডাকাত দলের কাছ থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র সহ একাধিক হাতিয়ার।
রাত ১২ টা নাগাদ রায়দিঘি থানায় খবর আসে গিলেরছাট হাইস্কুলের কাছে কিছু দুষ্কৃতি জড়ো হতে পারে। খবর পাওয়ার পরই রায়দিঘি থানার আইসি অমিও কুমার ঘোষের নির্দেশে রায়দিঘি থানার এসআই অমিত রায়, সুদীপ মন্ডল ও শান্তনু করাতির নেতৃত্বে পুলিশ বাহিনী পৌঁছয় এলাকায়।
advertisement
advertisement
রাতের অন্ধকারেই শুরু হয় অপারেশন। ডাকাতরা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও। পরে বেগতিক দেখে পালানোর চেষ্টা করে। অন্ধকারের মধ্যেই কয়েকজনকে ধরে ফেলে পুলিশকর্মীরা।
তাদেরকে নিয়ে থানায় আসা হয়‌। এরপর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় গাদা বন্দুক, ভোজালি, লোহার রড সহ একাধিক হাতিয়ার। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে খবর ধৃত ৩ দূষ্কৃতির নাম সামসুদ্দিন পিয়াদা ওরফে সোনা(৫২), নুরুল মোল্লা (৪০), সাইফুল গাজী(২২)। ধৃতরা সকলেই বাইরে থেকে এলাকায় ডাকাতি করতে এসেছিল বলে খবর। ধৃতদের গ্রেফতার করার পর শুক্রবার ডায়মন্ডহারবার মহাকুমা আদালতে পাঠায় পুলিশ। ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা জানতে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : ঠিক যেন সিনেমার গল্প, রায়দিঘিতে রাতের অন্ধকারে ডাকাত ধরল পুলিশ
Next Article
advertisement
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন 
অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক, আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • অন্তত ২০ জনের মৃত্যু ! আটকে বহু পর্যটক

  • আজই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

  • ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

VIEW MORE
advertisement
advertisement