West Midnapore News: সংসার চালাতে সবজি বিক্রি করছেন চন্দ্রকোণার তৃণমূল কাউন্সিলর, দেখুন ভাইরাল ছবি
- Published by:Raima Chakraborty
Last Updated:
West Midnapore News: কাউন্সিলর সবজি বিক্রেতা! শুনতে খটকা লাগলেও জনপ্রতিনিধি হিসাবে দৃষ্টান্ত চন্দ্রকোণা পৌরসভার ৯ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমর দোলই।
কাউন্সিলর সবজি বিক্রেতা! শুনতে খটকা লাগলেও জনপ্রতিনিধি হিসাবে দৃষ্টান্ত চন্দ্রকোণা পৌরসভার ৯ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমর দোলই। আর্থিক স্বচ্ছলতা নেই,সংসার চালাতে প্রতিদিন ভোরে বাজারে সবজি বিক্রেতার ভূমিকায় দেখতে পাওয়া যায় কাউন্সিলর সমর দোলইকে। একজন জনপ্রতিনিধির এমন ভূমিকাকে কুর্নিশ জানাচ্ছেন চন্দ্রকোনাবাসী। একদিকে কাউন্সিলর অপরদিকে সবজি বিক্রেতা দুই কাজই সততার সঙ্গে পালন করে চলেছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সমর দোলই। নেতা বা জনপ্রতিনিধি হওয়া মানেই যে আর্থিক প্রতিপত্তি বৃদ্ধির মাধ্যম সেই ভাবনা খানিক হলেও বদলে দিয়েছেন চন্দ্রকোণা পৌরসভার ৯ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমর দোলই। ওই ওয়ার্ডের দলমাদল গ্রামে বাড়ি সমর দোলইয়ের। ৩৪ বছর বয়সী সমর দোলইয়ের বাড়ি বলতে দু-কামরার ছোট পাকা বাড়ি তার সামনে টিন দিয়ে ঘেরা। (ছবি ও তথ্য-- সুকান্ত চক্রবর্তী)
advertisement
এই বাড়িতেই বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস সমর দোলইয়ের। বাবা লক্ষ্মীকান্ত দোলইয়ের পুঁজি বলতে মাত্র বিঘা চারেক জমি,সেই জমিতে বিভিন্ন সবজি ফলিয়ে তা বাজারে বিক্রি করার পাশাপাশি মজুরি খাটেন অন্যর বাড়িতে। লক্ষ্মীকান্ত বাবুর একমাত্র ছেলে সমর দোলই, ছেলে MA পাশ। সংসারে আর্থিক স্বচ্ছলতা না থাকায় বাবার সঙ্গে নিজেদের জমির সবজি নিয়ে গিয়ে চন্দ্রকোণার রেগুলেটেড বাজারে বিক্রি করতেন সমর দোলই। বেশকয়েক বছর ধরে বাবা আর পেরে উঠতে না পেরে নিজেই প্রতিদিন ভোর চারটায় উঠে চন্দ্রকোণা রেগুলেটেড বাজারে সবজি নিয়ে গিয়ে পাইকারি হিসাবে বিক্রি করেন এই তৃণমুল কাউন্সিলর। মাঝে দু-বছর করোনা পরিস্থিতিতে একটি ডেলিভারি সংস্থায় ডেলিভারি বয় হিসাবেও কাজ করেছেন সমর দোলই।
advertisement
রুজি রোজগারের তাগিদে হাতের সামনে যখন যে কাজটা পেয়েছেন সততার সঙ্গে করে গেছেন বলে জানাচ্ছেন সমর দোলই ও তাঁর পরিবারের সদস্য থেকে ওয়ার্ডের বাসিন্দারা। তবে বর্তমানে সমর দোলই একজন জনপ্রতিনিধি তথা চন্দ্রকোণা পৌরসভার ৯ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। দোলই পরিবার বরাবরই তৃণমুল সমর্থক পরিবার হওয়ায় ২০২২ সালের পুরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছিলেন সমর দোলই। জমি বন্ধক দিয়ে নির্বাচনের প্রচারের খরচ জুগিয়েছিলেন বলে জানান সমর দোলই। জানা যায়, ৯ নং ওয়ার্ডে মোট ভোটার ১৪৯৪ জন, পুরসভা নির্বাচনে এই ওয়ার্ডে তৃণমূল ছাড়াও প্রার্থী ছিল বিজেপি ও সিপিআইএমের।
advertisement
ভোটের ফলাফলে ১০৮০ ভোটে জয়ী হয়ে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হন সমর দোলই। কাউন্সিলর হয়ে নিয়মিত ওয়ার্ডের মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলা, তাঁদের খোঁজ খবর রাখা এবং পৌর দফতরে সময় দেওয়ার পাশাপাশি বিকেলে জমি থেকে বিভিন্ন সবজি তুলে রেখে তা পরদিন ভোর চারটায় বাজারে নিয়ে গিয়ে পাইকারি বিক্রি করেন। বাজার থেকে বাড়ি ফেরার সময় ওয়ার্ডের বিভিন্ন মহল্লা ঘুরে বাসিন্দাদের খোঁজ খবর নিয়ে তবেই বাড়ি ঢোকেন এবং দশটা সাড়ে দশটা নাগাদ ফের বেরিয়ে পড়েন চন্দ্রকোণা পৌরসভা কার্যালয়ে, সেখানেও সময় দেন মানুষকে।
advertisement
এসবের মধ্যেও সময় করে বাবার সঙ্গে চাষের কাজেও হাত লাগান বলে জানান সমর দোলইয়ের পরিবার প্রতিবেশীরা। একজন কাউন্সিলর হয়েও কেন বাজারে গিয়ে সবজি বিক্রি করেন, এ প্রশ্নের উত্তরে সমর দোলই জানান, 'সংসার চালাতে গেলে তো রোজগার করতে হবেই আমি সৎ পথে তাই করি। আজ কাউন্সিলর আছি পরের বার নাও থাকতে পারি। তবে বাজারে সবজি বিক্রি নতুন নয় এটা আমি আগে থেকেই করে আসছি। তবে কাউন্সিলর হয়ে চাপ বাড়লেও যথাসাধ্য মানুষের পাশে থাকার চেষ্টা করি।'
advertisement
এমন একজন সাদামাটা কাউন্সিলর পেয়ে তাঁরা খুশি এবং নাগালের মধ্যেই পাওয়া যায় বলেই জানাচ্ছেন ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা। পাশাপাশি সমর দোলইয়ের ভূয়সী প্রশংসায় চন্দ্রকোণা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্রও। তিনি বলেন, 'সমর দোলইয়ের পারিবারিক আর্থিক স্বচ্ছলতা ভাল না,কাউন্সিলর হয়েও বাজারে সবজি বিক্রি করতে হয়। তবে সমর দোলই তাঁদের কাছেও অনুপ্রেরণা বলে জানান চেয়ারম্যান প্রতিমা পাত্র। বর্তমান রাজ্য রাজনীতিতে একজন জনপ্রতিনিধি হিসাবে চন্দ্রকোণা পৌরসভার এই কাউন্সিলর সম্পূর্ণ ব্যতিক্রমই বলা চলে।' (ছবি ও তথ্য-- সুকান্ত চক্রবর্তী)