South 24 Parganas News: ডোঙারিয়া জলপ্রকল্পের কাজ না এগোনোয় বঞ্চিত ১০ ব্লক

Last Updated:

দক্ষিণ ২৪ পরগনার ডোঙারিয়া জলপ্রকল্পকে ঘিরে স্বপ্ন দেখেছিল জেলার মানুষ। কিন্তু গত পাঁচ বছরে সেই কাজ বিশেষ না এগোনোয় বঞ্চিত হচ্ছে জেলার দশটি ব্লকের বাসিন্দারা

দক্ষিণ ২৪ পরগনা: থমকে আছে জলস্বপ্ন প্রকল্পের কাজ। ফলে অসুবিধায় পড়ছেন ডায়মন্ডহারবার সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার মানুষ। বছর পাঁচেক আগে শুরু হয়েছিল ফলতা-মথুরাপুর জল প্রকল্পের কাজ। কিন্তু সেই কাজ এখনও শেষ হয়নি। এই জল প্রকল্পের মাধ‍্যমে দক্ষিণ ২৪ পরগনার ১০ টি ব্লকে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু কাজ না এগোনোয় সেই সবকিছু এখন বিশবাঁও জলে।
জলসঙ্কট দূর করার জন্য এই প্রকল্প চালু করা হলেও গত পাঁচ বছরে একটুও কাজ এগোয়নি। ফলে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পঞ্চায়েত ভোটের আগে এই ক্ষোভ কিছুটা হলেও অস্বস্তিতে রেখেছে শাসক দলকে। কিছু কিছু যায়গায় পরিকাঠামো গড়ে ওঠেনি এখনও, কোথাও আবার জলের পাইপ পড়ে নষ্ট হচ্ছে।
advertisement
advertisement
এই প্রকল্পটি গড়ে ওঠার কথা দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির ডোঙারিয়ায়। সেখানে প্রকল্পের রিজার্ভার সংক্রান্ত প্রাথমিক কাজ হলেও বাকি কিছু আর এগোয়নি। কিছু ব্লকে পাইপলাইন পাতার কাজ এগোলেও বেশিরভাগটাই বাকি আছে। এই জল প্রকল্পের মাধ‍্যমে ডায়মন্ডহারবার ১ ও ২, ফলতা, মথুরাপুর ১ ও ২, মন্দিরবাজার, কুলপি, মগরাহাট ১ ও ২ এবং জয়নগর ব্লকে পরিশ্রুত পানীয় জল পৌঁছনোর কথা ছিল। কিন্তু গত পাঁচ বছরে প্রত্যাশা অনুযায়ী কাজ না এগোনোয় যেটুকু কাজ হয়েছিল সেগুলো নষ্ট হতে বসেছে বহু জায়গায় পাইপ লাইনে আগাছা জন্মে গেছে। যদিও জেলা প্রশাসনের বক্তব্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ পাইপলাইন নিয়ে যাওয়ার অনুমতি না দেওয়াতেই কাজ থমকে আছে। তবে ২০২৪ সালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে দাবি করা হয়েছে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ডোঙারিয়া জলপ্রকল্পের কাজ না এগোনোয় বঞ্চিত ১০ ব্লক
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement