রায়দিঘি: অম্বিকানগর থেকে উদ্ধার হল ১০ ফুটের বিশালাকার কুমির। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার পর বন দফতরের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ওই বিশালাকার কুমিরটিকে উদ্ধার করে।সূত্রের খবর, অম্বিকানগরের স্থানীয় এক ব্যক্তির পুকুরে কোনও কারণে একটি কুমির আশ্রয় নিয়েছিল। প্রথমে জানা না গেলেও পরে কুমিরটিকে দেখা যায়।
এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসাহি জনতা ভিড় করে পুকুর পাড়ে। তারাই প্রথমে কুমির ধরার চেষ্টা করেন। পরে খবর পেয়ে বনদফতরের লোকজন সেখানে পৌঁছায়। ততক্ষণে অম্বিকানগর এলাকায় প্রচুর মানুষ ভিড় করেন। চিৎকার, চেঁচামেচিতে কুমিরটি পুকুরের ধারে চলে আসে। এরপর বুধবার সকালে কুমিরটি ধরা সম্ভব হয়। পরে বনদফতরের রায়দিঘি রেঞ্জের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
আরও পড়ুন, আর কয়েক মিনিট এখানেই দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল, করতে হবে শুধু একটা ক্লিক
আরও পড়ুন, আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, রেজাল্ট জানুন NEWS18 BANGLA.COM-এ
পরে জানা যায় কুমিরটি নোনাজলে থাকা একটি স্ত্রী কুমির। কুমিরটির সম্পূর্ণ সুস্থ আছে। এরপরে কুমিরটিকে বিশালাক্ষী খালের কাছে ছাড়া হয়। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত স্থানীয় মানুষজন।
নবাব মল্লিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crocodile