Healthy Lifestyle: গরমে ডাবের জল খান ‘এই’ ভাবে, বেনিফিট এক নিমেষে হবে দ্বিগুণ

Last Updated:

Healthy Lifestyle: ডাবের জল দিনে বা এমনকি রাতে পান করতে পারেন সকলে । কিন্তু নির্দিষ্ট সময়ে এটি করলে এর উপকারিতা দ্বিগুণ হয়। খালি পেটে ডাব জল খাওয়া- সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে খালি পেটে ডাব জল খেলে অনেক উপকার পাওয়া যায়।

+
ডাবের

ডাবের গুণ

শিলিগুড়ি : ডাবের জলের উপকারিতা সকলেই জানে। ভাল স্বাস্থ্যের জন্য ডাবের জল যেমন উপকারী, তেমনই উজ্জ্বল ত্বকের জন্যও উপকারী ডাবের জল। ফুটিফাটা রোদে হঠাৎ স্বস্তি দিতেও ডাবের জলের তুলনা নেই। কেউ বলে সকালে ডাবের জল পান করা সর্বোত্তম সময়, আবার কেউ কেউ মনে করেন সন্ধ্যার সময় এটির জন্য উপযুক্ত।
ডাবের জল পান করলে শরীরে শক্তি আসে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং অনেক রোগ থেকে সুরক্ষা দিতেও কাজ করে। এমনকি যদি ওজন বাড়তে থাকলে ডাবের জল পান করা সকলের জন্য উপকারী হবে।দেহে ক্যালসিয়াম ও পটাশিয়ামের অভাব হলে এবং বিভিন্ন অসুখ-বিসুখ হলে ডাক্তার ডাবের জল পান করার পরামর্শ দেন৷ কারণ ডায়রিয়া বা কলেরা রোগীদের প্রচুর জল ও খনিজ পদার্থের ঘাটতি দেখা যায়৷ এই ঘাটতি ডাবের জল অনেকাংশেই পূরণ করতে পারে৷ ডাবের জল খেলে শরীরের অনেক উপকার হয়।
advertisement
advertisement
ডাব জল পান করার সঠিক সময় কী! আপনি যে কোনও সময় ডাব জল খেতে পারেন। এটি দিনে বা এমনকি রাতে পান করতে পারেন সকলে । কিন্তু নির্দিষ্ট সময়ে এটি করলে এর উপকারিতা দ্বিগুণ হয়। খালি পেটে ডাব জল খাওয়া- সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে খালি পেটে ডাব জল খেলে অনেক উপকার পাওয়া যায়।
advertisement
তবে যেকোনও খাবার নিয়মিত খাওয়ার আগে আপনার শরীরের অবস্থা বুঝতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।কেউ বলে সকালে ডাবের জল পান করা সর্বোত্তম সময়, আবার কেউ কেউ মনে করেন সন্ধ্যার সময় এটির জন্য উপযুক্ত। ডাবের জল পান করলে শরীরে শক্তি আসে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং অনেক রোগ থেকে সুরক্ষা দিতেও কাজ করে। এমনকি যদি ওজন বাড়তে থাকলে ডাবের জল পান করা আপনার জন্য উপকারি হবে।
advertisement
আর গরম পড়তেই ডাবের পসরা সাজিয়ে বসেছেন ডাব বিক্রেতারা। আর তা খেতে ভিড় জমাচ্ছেন শহরবাসী। শিলিগুড়ি এসেফ রোডের ধারে যেন ডাবের মেলা বসেছে । ৪০ টাকা থেকে শুরু করে ৬০ টাকা পর্যন্ত দামের ডাব পাওয়া যাচ্ছে সেখানে। ডাব বিক্রেতা মনীশ চৌধুরী জানান, হোলির পর থেকেই যেভাবে গরম বাড়ছে তাতে ডাব বিক্রি অনেকটাই বেড়েছে এবং আগামীতে আরো বিক্রি বেশি হবে বলে আশাবাদী তাঁরা । ডাবের জল খেতে আসা রেশমি সরকার জানান, " এই গরমে তৃষ্ণা মেটাতে সবসময়ই ডাবের জল খাই। এতে মিনারেলসগুলো শরীরের খুব উপকারী বলেই এই ডাবের জল খাওয়া।"
advertisement
ANIRBAN ROY
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Healthy Lifestyle: গরমে ডাবের জল খান ‘এই’ ভাবে, বেনিফিট এক নিমেষে হবে দ্বিগুণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement