Sitala Ashtami : রাত পোহালেই শীতলা অষ্টমী, সন্তানের মঙ্গল কামনায় কেন পালন হয়, জেনে নিন তিথি
- Published by:Debalina Datta
Last Updated:
Sitala Ashtami : শিশুদের রোগবালাই থেকে দূরে রাখতে ও সুস্থ রাখতে এ উৎসব পালনের রেওয়াজ চলে আসছে বহু যুগ ধরে
দোলযাত্রার আট দিন পর বা অষ্টম দিনে পালন করা শীতলা অষ্টমী৷ দোল বসন্ত কালে খেলা হয় এবং এই ঋতুতেই পক্স ও পাশাপাশি একাধিক ছোয়াচে রোগ হয়৷ বহু যুগ থেকেই পক্সের নিরাময়ের জন্য মা শীতলার আরাধনা করা হয়৷ তাছাড়াও চোখের অসুস্থতার বিষয়েও মা শীতলাকে অর্চনা করা হয়৷ মা দুর্গার রূপে মা শীতলার পুজো খুব গুরুত্বপূর্ণ। শিশুদের রোগবালাই থেকে দূরে রাখতে ও সুস্থ রাখতে এ উৎসব পালনের রেওয়াজ চলে আসছে বহু যুগ ধরে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এবারের শীতলা সপ্তমী তিথি শুরু হবে ১৩ মার্চ ০৯.২৭ মিনিট থেকে। এটি ১৪ মার্চ ০৮.২২ মিনিটে শেষ হয়েছে। উদয়তিথি অনুসারে, শীতলা সপ্তমী ১৪ মার্চ পালিত হচ্ছে। পুজোর সময় সকাল ৬.৩১ টা থেকে সন্ধ্যা ০৬.২৯ পর্যন্ত হবে। যেখানে শীতলা অষ্টমী শুরু হবে ১৪ মার্চ রাত ০৮.২২ থেকে। এটি ১৫ মার্চ সন্ধ্যা ০৬.৪৫ এ শেষ হবে।