North 24 Parganas News: হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে স্কুল, মিড ডে মিল না থাক, শিশুরা পড়ুক চাইছে মা-বাবা
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
আশপাশের বেশ কয়েকটি গ্রামের কৃষিজীবী মানুষদের সন্তানদের পড়ানোর, একমাত্র ভরসা এই স্কুল। স্কুলে আছে মাত্র তিনজন শিক্ষক৷
উত্তর ২৪ পরগনা: মূলত কৃষক ও আর্থিকভাবে পিছিয়ে পরা মানুষেরা বাস করেন এই এলাকায়। এই এলাকা থেকে আশপাশের স্কুলের দূরত্ব দু আড়াই কিলোমিটার। ফলে কাজ ফেলে ছাত্র-ছাত্রীদের দূরের স্কুলে নিয়ে যাওয়া রীতিমতো অসম্ভব এলাকাবাসীদের কাছে। তাই স্কুলকে বাঁচাতে পথে নামলেন এলাকাবাসীরাই।
ছাত্র ছাত্রীদের অভাবে রাজ্যে বন্ধ হতে চলেছে আট হাজার স্কুল। বন্ধ হয়ে যাওয়া স্কুলের তালিকায় নাম রয়েছে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের বেলেডাঙ্গা এফ পি স্কুলেরও। প্রায় ৬৫ বছর পুরোনো এই স্কুলটি, অতীতে প্রচুর ছাত্র-ছাত্রী থাকলেও বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে ৩০ -র নিচে। আর তাই স্কুল বন্ধের তালিকায় উঠে এসেছে নাম।
advertisement
আরও পড়ুন - Bankura News: বাঁকুড়ায় বন দফতরের দারুণ কাজ, হাতির ভয় জয় করে পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের
advertisement
এই খবর প্রকাশ্যে আসতেই সন্তানদের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো চিন্তিত এলাকাবাসীরা। তাঁদের দাবি, দরকার নেই মিড ডে মিলের। সরকারি নির্দেশ মেনে ফোন দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে, যাতে এই স্কুলেই পড়তে পারে ছাত্র-ছাত্রীরা সেদিকে নজর দিক প্রশাসন। প্রয়োজনে শিক্ষক বদলেরও দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।
advertisement
আরও পড়ুন - Malda News: প্রতিবেশীর কুপ্রস্তাবে না গৃহবধূর, চরম রাগে বাড়িতেই আক্রমণ, ক্ষতি হল বিস্তর
স্থানীয়রা আরও জানান, শিক্ষকদের শিক্ষাদানের অনীহা থেকে ছাত্রছাত্রী সংখ্যা কমেছে স্কুলে। আশপাশের বেশ কয়েকটি গ্রামের কৃষিজীবী মানুষদের সন্তানদের পড়ানোর, একমাত্র ভরসা এই স্কুল। স্কুলে আছে মাত্র তিনজন শিক্ষক৷ তাদের কারণেই পঠন-পাঠনের মান খারাপ হয়েছে। শিক্ষকরা স্কুলে এসে মোবাইল গেম আড্ডায় ব্যস্ত থাকেন বলেও অভিযোগ জানান অভিভাবকরা। স্কুলের পঠন-পাঠনের মান উন্নত করে স্কুলের শিক্ষকের সংখ্যা বাড়িয়ে স্কুলটি চালু রাখার দাবিতে এদিন রীতিমতো পোস্টার ব্যানার হাতে বিক্ষোভ দেখাতেও দেখা গেল এলাকার বাসিন্দাদের। এমনকি স্কুলটি এলাকায় থাকার দাবি জানিয়ে একই সুর শোনা গেল শাসক বিরোধী দুই দলের স্থানীয় নেতৃত্বদের গলাতেও।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 4:27 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে স্কুল, মিড ডে মিল না থাক, শিশুরা পড়ুক চাইছে মা-বাবা