Bankura News: বাঁকুড়ায় বন দফতরের দারুণ কাজ, হাতির ভয় জয় করে পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের

Last Updated:

বন দফতরের সহায়তার হাতির ভয়কে জয় করল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা

+
উচ্চমাধ্যমিক

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বন দফতরের বিশেষ ব্যবস্থা

বাঁকুড়া : বাঁকুড়া জেলায় যেসব জায়গায় হাতির উপদ্রব বেশি সেই এলাকা গুলিতে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার দিন গুলিতেও পরীক্ষার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করলো বন দফতর। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ছিল ত্রিস্তরীয় ব্যবস্থাও। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও কোন ত্রুটি রাখেনি বন দফতর।
পরীক্ষার্থীদের বাড়ি থেকে গাড়িতে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো, পরীক্ষা শেষে বাড়িতে ফিরিয়ে আনা, এবং তার সঙ্গে রয়েছে জঙ্গলের পথ জুড়ে হুলা পার্টির সদস্যদের টহল। প্রয়োজনীয় সব রকমই নিরাপত্তার ব্যবস্থাও করেছে বন দফতর। বড়জোড়ার শীতলা বিবেকানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র গোদারডিহি হাই স্কুলে। দীর্ঘ বিপজ্জনক জঙ্গলপথ পেরিয়ে বন দফতর তাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিচ্ছে। এই বছর প্রথম বোর্ডের পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কারণ ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষা করোনার জন্য ভেস্তে যায়। জীবনের প্রথম বড় পরীক্ষায় বন দফতরকে পাশে পেয়ে আপ্লুত ছাত্র-ছাত্রীরা।
advertisement
advertisement
বন দফতর সূত্রে খবর, এই মুহূর্তে বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া, বেলিয়াতোড় ও সোনামুখী রেঞ্জ এলাকায় প্রায় ৮০ টি হাতি রয়েছে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন উত্তর বঙ্গে হাতির হানায় এক পরীক্ষার্থীর মৃত্যুর পর আরো বেশী সতর্ক বন দফতর।
advertisement
বনদপ্ওরের বেলিয়াতোড় রেঞ্জ অফিসার মহিবুল ইসলাম বলেন, বড়জোড়া ও বেলিয়াতোড় এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ২২ টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ঐ গাড়ি গুলি পরীক্ষার্থীদের যেমন নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে, তেমনি পরীক্ষা শেষে তাদের বাড়িতেও ফিরিয়ে আনবে বলে তিনি জানান।
advertisement
Nilanjan Banerjee
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: বাঁকুড়ায় বন দফতরের দারুণ কাজ, হাতির ভয় জয় করে পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement