Aadhaar PAN Linking: আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্কের সময়সীমা বাড়ল! এবার ঘরে বসেই করুন লিঙ্ক! জানুন

Last Updated:

Aadhaar PAN Linking: সময়সীমা বাড়ল আধার ও প্যান কার্ড লিঙ্কের! কিন্তু লিঙ্ক করাতে হাজার ঝামেলা! এবার সহজে নিজেই করে ফেলুন এই লিঙ্ক! জানুন পদ্ধতি

সুখবর! সময়সীমা বাড়ল প্যান কার্ড ও আধার কার্ড লিংক করানোর! জেনে নিন বিস্তারিত
সুখবর! সময়সীমা বাড়ল প্যান কার্ড ও আধার কার্ড লিংক করানোর! জেনে নিন বিস্তারিত
শিলিগুড়ি : প্যান ও আধার লিংক করানোর শেষ মুহূর্তের হুড়োহুড়ি থেকে কিছুটা হলেও রেহাই পেল আমজনতা। যারা এখনও লিংক করেননি তাদের জন্য সুখবর। প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণের মেয়াদ আরও বাড়ালো কেন্দ্র সরকার। এর আগে ৩১ মার্চ পর্যন্ত প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা যাবে বলে জানা গিয়েছিল। তবে এখন কেন্দ্র সে তারিখ বাড়িয়ে ৩০ জুন করেছে। সোমবারই এই ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)। করদাতাদের আরও কিছুটা সময় দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। এরপরও যদি কেউ এই দুই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লিঙ্ক করাতে ব্যর্থ হয় তাহলে তাকে জরিমানা করা হবে। পাশাপাশি তার প্যান কার্ড বাতিল করা হতে পারে বলে কেন্দ্র জানিয়েছে।
উল্লেখ্য, আয়কর দফতর কয়েকবছর আগেই প্যান ও আধার কার্ড সংযুক্তিকরণের কথা জানিয়েছিল। গত ডিসেম্বরে তারা সংযুক্তিকরণের মেয়াদ বাড়িয়ে ৩১ মার্চ করে। এখন ফের প্যান ও আধার লিঙ্কের সময়সীমা ৩ মাস বাড়ানো হল।গত ফেব্রুয়ারি থেকেই আধার ও প্যান কার্ড লিঙ্ক করতে ১,০০০ টাকা নিচ্ছে আয়কর দফতর। ফলে আগামী ৩০ জুন পর্যন্ত যারা এই দুই কার্ড লিঙ্ক করবেন, তাদের ১,০০০ টাকা দিতে হবে। অন্যথায় সময়সীমা শেষ হয়ে গেলে প্যান কার্ড বাতিল বা অনেক টাকা জরিমানা করা হতে পারে।
advertisement
advertisement
Aadhaar-PAN Card link রয়েছে কিনা কীভাবে চেক করবেন
1: আপনার আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক রয়েছে কিনা জানতে https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar ওয়েবসাইটে যান।
2: এবার উপরে প্যান কার্ড নম্বর ও‌ নীচে আধার কার্ড নম্বর এন্টার করুন।
advertisement
3: এরপর নীচে ‘Validate’ অপশনে ক্লিক করুন।
4: যদি লিঙ্ক থাকে তাহলে ‘ইতিমধ্যেই প্যান ও আধার লিঙ্ক রয়েছে’ বলে মেসেজ দেখতে পাবেন।
আরও পড়ুন:
অনলাইনে Aadhaar Card এর সঙ্গে PAN Card লিঙ্ক কীভাবে করবেন?
• প্যান-আধার কার্ড লিঙ্ক করতে ভারতের আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometax.gov.in/iec/foportal/ -এ যান।
• এবার আপনি আপনার আইডিটি রেজিস্টার করুন।
advertisement
• এরপর আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং জন্ম তারিখ ব্যবহার করে পোর্টালে লগ ইন করুন। জানিয়ে রাখি, লগ ইন করার ক্ষেত্রে আপনার প্যান নম্বরটিই হবে আপনার আইডি৷
• এবার আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার জন্য আপনি একটি পপ-আপ উইন্ডো দেখতে পাবেন।
• এখানে ডকুমেন্ট দুটিকে লিঙ্ক করার জন্য মেনু বারে ‘Profile Settings’-এ যান এবং হোমপেজে ‘Link Aadhaar’-এ ক্লিক করুন।
advertisement
• এরপর আপনার প্যান নম্বর, আধার নম্বর এবং আপনার নাম (ঠিক যেমনটা আধার কার্ডে লেখা আছে) এন্টার করুন।
• এক্ষেত্রে বলে রাখি, যদি আপনার আধার কার্ডে কেবলমাত্র জন্মসাল উল্লেখ করা থাকে, তাহলে “I have only year of birth in Aadhaar card” বক্সটিতে ক্লিক করুন।
• ভেরিফাই করার জন্য স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোডটি এন্টার করুন।
advertisement
• ‘Link Aadhaar’ বাটনে ক্লিক করুন।
• যদি আপনার এন্টার করা যাবতীয় ডিটেইলসগুলি আপনার প্যান এবং আধার কার্ডে মজুত থাকা তথ্যের সাথে মিলে যায়, তাহলে “link now” বাটনে ক্লিক করুন। তাহলেই একদম সফলভাবে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক হয়ে যাবে।
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Aadhaar PAN Linking: আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্কের সময়সীমা বাড়ল! এবার ঘরে বসেই করুন লিঙ্ক! জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement