নিয়মিত রেফ্রিজারেটর পরিষ্কার রাখলেও প্রায়ই ফ্রিজ থেকে খাবারের দুর্গন্ধ বের হয়
কিন্তু খাবার রাখা থাকে বলে এতে কোনও সুগন্ধ ব্যবহার করা যায় না। কারণ তাতে সেই সুগন্ধ খাবারেও মিশে যাবে
ফ্যাট, প্রোটিন ও কার্বোহাইড্রেট ভেঙে অণুতে পরিণত করে পাচন-উৎসেচক।
তাই ফ্রিজের গন্ধ দূর করতে কিছু ঘরোয়া উপায় মানা যেতেই পারে
বেকিং সোডা দুর্গন্ধ দূর করতে অত্যন্ত সহায়ক। রেফ্রিজারেটর থেকে বাজে গন্ধ ছাড়লে একটা ছোট পাত্রে সামান্য বেকিং সোডা নিয়ে তা ফ্রিজে রেখে দেখে দিতে হবে
ঘণ্টা দুয়েক পরেই দূর হয়ে যাবে ফ্রিজের দুর্গন্ধ।
ভিনিগারে থাকা উপাদান যেকোনও রকম বাজে গন্ধ শুষে নিতে পারে।
ফ্রিজে বাজে গন্ধ ছাড়লে একটি কাপে বা পাত্রে ভিনিগার ঢেলে রেখে দিতে হবে। অল্প সময়তেই দূর হবে রেফ্রিজারেটরের দুর্গন্ধ।
ফ্রিজের বদ গন্ধ দূর করতে ফ্রিজের পাল্লায় লেবু কেটে রেখে দিতে হবে
এ ছাড়া কফিও রেফ্রিরাজেটরের বদ গন্ধ দূর করতে পারে। একটি কাগজে বা ফয়েলে বেশ কিছুটা কফি নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। এতে ফ্রিজে খাবারের বদ গন্ধ হবে না।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন