Purulia News: যানজট নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নিচ্ছে পুরুলিয়া পৌরসভা ও প্রশাসন

Last Updated:

যানজট হল পুরুলিয়া শহরের অন্যতম বড় সমস্যা। তার মধ্যে প্রতিনিয়ত বাড়েছে যানবাহনের সংখ্যা। যানজট নিয়ন্ত্রণে নাজেহাল দশা হয় পুলিশ প্রশাসন সহ পৌরসভার। পুরুলিয়া শহরকে যানজটমুক্ত করতে এসডিও, আরটিও, পুলিশ সুপার, টোটো ও অটো সংগঠন সহ ব্যবসায়ী সমিতির সঙ্গে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি।

+
title=

#পুরুলিয়া : যানজট হল পুরুলিয়া শহরের অন্যতম বড় সমস্যা। তার মধ্যে প্রতিনিয়ত বাড়েছে যানবাহনের সংখ্যা। যানজট নিয়ন্ত্রণে নাজেহাল দশা হয় পুলিশ প্রশাসন সহ পৌরসভার। পুরুলিয়া শহরকে যানজটমুক্ত করতে এসডিও, আরটিও, পুলিশ সুপার, টোটো ও অটো সংগঠন সহ ব্যবসায়ী সমিতির সঙ্গে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি। ইতিমধ্যেই দেখা গিয়েছে যানজট নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ট্রাফিক পুলিশ। তাই তৎপরতার সঙ্গে পুরুলিয়া পৌরসভা উদ্যোগ নিচ্ছে।
ফুটপাত দখলমুক্ত করা, রাস্তার উপরে অবৈধ পার্কিং থাকলে তা তৎক্ষণাৎ ফাইন করা সহ একাধিক বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা আলোচনা হয় এই বৈঠকে। এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি বলেন, ইতিপূর্বে বহুবার আলোচনা করা হয়েছিল যানজট নিয়ন্ত্রণের জন্য। বর্তমানে আরো কয়েকটি পদক্ষেপ নেওয়া হচ্ছে পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে। বেশ কিছু জায়গায় পার্কিং এর ব্যবস্থা করা হচ্ছে। বৈধ টোটো চিহ্নিতকরণ করা হবে।
advertisement
আরও পড়ুনঃ যোগ্য ব্যক্তিরা আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত! খতিয়ে দেখার আশ্বাস
মাঠে নেমে সমস্ত কিছুকে কার্যকর করতে পৌরসভা প্রস্তুতি নিচ্ছে।যানজট নিয়ন্ত্রণের জন্য সচেতনতা মূলক প্রচার চালানো হবে। বিভিন্ন জায়গায় অবৈধ পার্কিং বন্ধ করার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি পুরুলিয়া শহরে ট্রাফিক পোস্ট বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সাংস্কৃতিক প্রতিভার উন্মেষ ঘটাতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন
এইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মহালি, এসডিও, আরটিও, অন্যান্য সরকারি আধিকারিক এবং শহরের বাস, আটো ও টোটো সংগঠন সহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির সদস্যরা ও বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতারা। আগামী দিনে পুরুলিয়া শহরের যানজট নিয়ন্ত্রিত হয়ে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারবে এমনটাই আশা করা যাচ্ছে।
advertisement
Sharmistha Banerjee Bairagi
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: যানজট নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নিচ্ছে পুরুলিয়া পৌরসভা ও প্রশাসন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement