Purulia News: যোগ্য ব্যক্তিরা আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত! খতিয়ে দেখার আশ্বাস
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
যোগ্য ব্যক্তিদের নাম নেই আবাস যোজনার তালিকায়। সরকারি নিয়ম মেনে যোগ্যতা নির্ধারণের মাপকাঠিতে তারা যোগ্য হলেও বাদ পড়েছে তাদের নাম। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া এক নম্বর ব্লকের ডিমডিহা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভুল গ্রামে।
#পুরুলিয়া : যোগ্য ব্যক্তিদের নাম নেই আবাস যোজনার তালিকায়। সরকারি নিয়ম মেনে যোগ্যতা নির্ধারণের মাপকাঠিতে তারা যোগ্য হলেও বাদ পড়েছে তাদের নাম। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া এক নম্বর ব্লকের ডিমডিহা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভুল গ্রামে। অপরদিকে যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তাদের নাম আবাস যোজনায় তালিকায় রয়েছে, অথচ প্রাপ্য উপভোক্তাদের বড় একটি অংশের নাম বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। একপ্রকার ক্ষোভে ফুঁসছেন তারা।
পাকা বাড়ি থাকা সত্ত্বেও যে সকল অযোগ্য ব্যক্তিদের নাম আবাস যোজনার তালিকায় এসেছে তাদের দাবি, সরকারি প্রতিনিধিরা সার্ভে করে তবেই তাদেরকে ঘর দিচ্ছে। সেক্ষেত্রে ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে তাহলে যারা সার্ভে করছে তাদের ভুল রয়েছে। এ বিষয়ে পুরুলিয়া এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মাবতী মাহাত বলেন, যারা সার্ভে করেছে তারা কিভাবে সার্ভে করেছিল তা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। কম্পিউটারের মাধ্যমে তালিকা তৈরি করা হয় সেক্ষেত্রে কোথায় ভুল হয়েছে তা আমরা জানিনা।
advertisement
আরও পড়ুনঃ সাংস্কৃতিক প্রতিভার উন্মেষ ঘটাতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন
কিন্তু এটা ঠিক অনেক জায়গাতেই ভুল ভ্রান্তি হয়েছে। বিষয়টি নিয়ে বিডিওর কাছে জানানোর কথা বলেন তিনি। আবাস যোজনার তালিকা নিয়ে বিতরকে সৃষ্টি হয়েছে গোটা রাজ্যজুড়ে। তার মধ্যে বাদ যায়নি পুরুলিয়া জেলাও। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে অযোগ্য ব্যক্তিদের নাম তালিকাভুক্ত হচ্ছে। এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যোগ্য ব্যক্তিরা কবে নিজেদের মাথা গোজার ঠাঁই পাবে তারই অপেক্ষায় দিন গুনছেন যোগ্য প্রাপকেরা।
advertisement
advertisement
Sharmistha Banerjee Bairagi
view commentsLocation :
First Published :
December 16, 2022 4:32 PM IST
