Purulia News: সাংস্কৃতিক প্রতিভার উন্মেষ ঘটাতে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
শিল্প সংস্কৃতির মূল্যায়নে লক্ষ্যে জেলা স্তরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে পুরুলিয়ায়। পুরুলিয়া শক্তি সংঘের পরিচালনায় আগামী ১৭ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত পুরুলিয়া শহরের চকবাজার স্থিত শক্তি সংঘের প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
#পুরুলিয়া : শিল্প সংস্কৃতির মূল্যায়নে লক্ষ্যে জেলা স্তরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে পুরুলিয়ায়। পুরুলিয়া শক্তি সংঘের পরিচালনায় আগামী ১৭ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত পুরুলিয়া শহরের চকবাজার স্থিত শক্তি সংঘের প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোট ১৭০০ প্রতিযোগী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর তাদের মধ্যে থেকে বাছাই করা হবে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করার জন্য। এবং সেই সকল নির্ধারিত প্রতিযোগীদের নিয়ে আগামী পাঁচ থেকে সাত জানুয়ারি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।
তার মধ্যে থাকবে রবীন্দ্র সংগীত, শ্রুতি নাটক, কত্থক নিত্য, ভারত নাট্যম, রবীন্দ্র নৃত্য, বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি, লোকসংগীত, সমবেত নৃত্য, সৃজনশীল নৃত্য। এরই পাশাপাশি আগামী ২৪ - ২৫শে ডিসেম্বর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যার মধ্যে থাকছে টেবিল টেনিস ও যোগাসন। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে ১৫ জানুয়ারি পুরস্কার বিতরণ করা হবে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য প্রতিযোগীদের কাছ থেকে প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে মাত্র ৪০ থেকে ১০০ টাকা।
advertisement
আরও পড়ুনঃ পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে দু-দিন ব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
উদ্যোক্তাদের দাবি, সাংস্কৃতি চর্চা মানুষদের একটি প্লাটফর্ম তৈরি করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি দু-বছর অন্তর এই অনুষ্ঠান করা হয়ে থাকে। করোনা কালে অনুষ্ঠানে ব্যাঘাত ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ বছর আবারো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অষ্টাদশ তম বর্ষে পদার্পণ করল এ বছর তাদের অনুষ্ঠান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংস্কৃত প্রেমী মানুষেরা ছুটে আসেন এই অনুষ্ঠানে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চিকিৎসা ক্ষেত্রে পুরুলিয়ার নাম উজ্জ্বল করলেন দেবেন মাহাত সদর হাসপাতালে চিকিৎসকেরা
এবছরও মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে এই অনুষ্ঠানকে ঘিরে। বৃহস্পতিবার রাতে সাংবাদিক বৈঠকের মাধ্যমে একথাই জানিয়েছেন উদ্যোক্তারা। শিল্প সংস্কৃতির শহর হল পুরুলিয়া। বহু প্রতিভাবান শিল্পী দের বসবাস এই জেলা পুরুলিয়ায়। সেই সকল প্রতিভার বিকাশ ঘটাতেই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংস্কৃতি প্রেমী মানুষেরা।
advertisement
Sarmishtha Banerjee Bairagi
view commentsLocation :
First Published :
December 16, 2022 2:03 PM IST

