Purulia News: করুন অবস্থা বলরামপুর ব্লকের স্বাস্থ্য ব্যবস্থার! তৎপর হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটি

Last Updated:

পুরুলিয়া জেলার গুরুত্বপূর্ণ হাসপাতাল গুলির মধ্যে অন্যতম বলরামপুর ব্লকের বাঁশগড় হাসপাতাল। এই হাসপাতালটি বলরামপুর থানা এলাকার মুখ্য চিকিৎসা কেন্দ্র। এই হাসপাতালের উপর নির্ভর করে বাগমুন্ডি ও বরাবাজার থানা সহ ভিন রাজ্যের বহু মানুষ চিকিৎসা করাতে আসেন।

+
title=

#পুরুলিয়া : পুরুলিয়া জেলার গুরুত্বপূর্ণ হাসপাতাল গুলির মধ্যে অন্যতম বলরামপুর ব্লকের বাঁশগড় হাসপাতাল। এই হাসপাতালটি বলরামপুর থানা এলাকার মুখ্য চিকিৎসা কেন্দ্র। এই হাসপাতালের উপর নির্ভর করে বাগমুন্ডি ও বরাবাজার থানা সহ ভিন রাজ্যের বহু মানুষ চিকিৎসা করাতে আসেন। কিন্তু বর্তমানে হাসপাতালের রোগী পরিষেবার করুণ দশা। প্রতিনিয়ত কয়েকশো রোগী এই হাসপাতালে চিকিৎসার জন্য আসে, কিন্তু হাসপাতালের ইনডোর, আউটডোর, এমার্জেন্সি সমস্ত জায়গায় চূড়ান্ত অবহেলা ও হয়রানির শিকার হতে হয় তাদের।
হাসপাতালে নেই যথাযত চিকিৎসকের সংখ্যা। বহু সময় মুমূর্ষ রোগী ও গর্ভবতী মহিলাদের নানান দুর্ভোগের শিকার হতে হচ্ছে। হাসপাতালে বেড ফাঁকা থাকার সত্বেও বিভিন্ন অজুহাত দিয়ে রোগীদের পুরুলিয়ার সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে চিকিৎসার জন্য। হাসপাতাল থেকে মিলছে না পর্যাপ্ত পরিমাণে ওষুধ। বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার জন্য বেসরকারি সংস্থানের উপর নির্ভর করতে হচ্ছে রোগীদের। যথাযথ চিকিৎসার অভাবে প্রতিনিয়ত বিঘ্নিত হচ্ছে রোগী পরিষেবা।
advertisement
আরও পড়ুনঃ জাতীয় কংগ্রেসের উদ্যোগে শহিদ বিরসা মুন্ডার জন্মদিন পালন
এরই পাশাপাশি বলরামপুর ব্লকের অন্তর্গত মালতি ও নেকড়ে হাসপাতাল তৈরির হওয়ার কয়েক বছরের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছে। ঘাটবেড়া গেরুয়া হাসপাতালও বেশ কিছুদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে। ফলে অসহায় ও দুঃস্থ মানুষেরা চিকিৎসাবিহীন অবস্থায় পড়ে রয়েছে। এসবেরই প্রতিবাদে হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটি দ্বারস্থ হন পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ তামাক বিক্রির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন
বুধবার পুরুলিয়া জেলার জুবলি ময়দান থেকে একটি মিছিল করে সিএমওএইচ দপ্তরে গিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ১০ দফার দাবি সম্মলিত একটি স্মারকলিপি জমা দেন হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির সদস্যরা। সূত্র মারফত জানা গিয়েছে, জেলার মুখ্য শাস্ত্র আধিকারিক ড. কুনাল কান্তি দে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। বন্ধ হাসপাতাল গুলি পুনরায় চালু করার কথাও জানিয়েছেন। বলরামপুর এলাকার মানুষেরা কবে সুষ্ঠু ভাবে স্বাস্থ্যপরিসেবা পায় সেটাই এখন দেখার বিষয়।
advertisement
Sharmistha Banerjee Bairagi
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: করুন অবস্থা বলরামপুর ব্লকের স্বাস্থ্য ব্যবস্থার! তৎপর হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটি
Next Article
advertisement
SIR Update: ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
  • ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা৷

  • ভোটারের দেখা না পেলে কী করবেন বিএলও-রা?

  • কী করণীয় ভোটারের, সব জানিয়ে দিল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement