Purulia News: জাতীয় কংগ্রেসের উদ্যোগে শহিদ বিরসা মুন্ডার জন্মদিন পালন
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
ইংরেজ রাজত্বকালে আদিবাসী বিদ্রোহ গুলির মধ্যে অন্যতম হলো মুন্ডা বিদ্রোহ। এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল স্বাধীনতা প্রতিষ্ঠা করা তথা মুন্ডা সমাজে অরণ্যের অধিকার অর্জন করা। মুন্ডা বিদ্রোহের কান্ডারী ছিলেন শহীদ বিরসা মুন্ডা।
#পুরুলিয়া : ইংরেজ রাজত্বকালে আদিবাসী বিদ্রোহ গুলির মধ্যে অন্যতম হলো মুন্ডা বিদ্রোহ। এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল স্বাধীনতা প্রতিষ্ঠা করা তথা মুন্ডা সমাজে অরণ্যের অধিকার অর্জন করা। মুন্ডা বিদ্রোহের কান্ডারী ছিলেন শহীদ বিরসা মুন্ডা। তার হাত ধরেই ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসীদের জাগরণ হয়েছিল। বিরসা মুন্ডার তাঁর অনুগামীদের কাছে ছিলেন 'জগৎ পিতা'। মঙ্গলবার পুরুলিয়া শহরে ১৭ নং ওয়ার্ডের বিষ্ণুক্লাব এলাকায় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শহীদ বিরসা মুন্ডার জন্মদিন পালন করা হয়।
এই অনুষ্ঠানে শহীদ বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জ্ঞাপন করার পাশাপাশি ছোট ছোট শিশুদের বর্ণপরিচয়, ধারাপাঠ, চকলেট, বিস্কুট, ও নানান উপহার বিতরণ করা হয়। এইদিন প্রায় শতাধিক মানুষের উপস্থিতি হয়েছিল এই অনুষ্ঠানে। এই কর্মসূচিতে উপস্থিত থেকে জাতীয় কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো বলেন, স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিন সর্বত্র সম্মানের সাথে পালিত হচ্ছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সাথে, সাথে দেশের সাধারণ মানুষেরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শহীদ বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জ্ঞাপন করছে।
advertisement
আরও পড়ুনঃ তামাক বিক্রির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন
১৮৭৫ সালের ১৫ই নভেম্বর বিহারের রাঁচির উলিহাতু গ্রামে বিরসা মুন্ডার জন্ম হয়। বাল্যকাল থেকেই তিনি ভীষণ মেধাবী ছিলেন। আদিবাসী জনজাতির জাগরণে বিরসা মুন্ডার অসীম অবদান রয়েছে। ১৯০০ সালের ৯ জুন মাত্র ২৫ বছর বয়সে রাচি জেলে মৃত্যু হয় বিরসা মুন্ডার। শহিদ বিরসা মুন্ডার জীবনী নিয়ে তৈরি হয়েছে 'উলগুলান এক ক্রান্তি' নামক একটি হিন্দি সিনেমা পাশাপাশি মহেশ্বেতা দেবী বিরসা মুন্ডার জীবনী নিয়ে লিখেছেন 'অরণ্যের অধিকার' নামক একটি উপন্যাস।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আচমকাই ভেঙে পড়ল বিদ্যালয়ের ছাদের চাঙ্গড়! অল্পের জন্য রক্ষা পেল পড়ুয়ারা
এই উপন্যাসের জন্য সাহিত্য একাডেমির পুরস্কারে ভূষিত হন মহশ্বেতা দেবী। তার নাম অনুসারে রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য সংগঠন, যেমন বিরসা মুন্ডা বিমানবন্দর, বিরসা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সিধু কানু বিশ্ববিদ্যালয়, বিরসা কৃষি বিদ্যালয় সহ বহু প্রতিষ্ঠান। আদিবাসী নেতা হিসাবে ভারতীয় পার্লামেন্টের মিউজিয়ামে একমাত্র শহীদ বিরসা মুন্ডার ছবিই সযত্নে সংরক্ষিত রয়েছে। তার অসামান্য লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে দেশবাসীর কাছে।
advertisement
Sharmistha Banerjee Bairagi
Location :
First Published :
November 15, 2022 8:50 PM IST