Purulia News: তামাক বিক্রির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সরকারি নিয়ম অনুসারে বিদ্যালয়, হাসপাতাল, মন্দির সহ বেশ কিছু এলাকায় তামাকজাত দ্রব্য বিক্রি উপর রয়েছে নিষেধাজ্ঞা। প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে রমরমিয়ে চলছে তামাকজাত দ্রব্য বিক্রির ব্যবসা।
#পুরুলিয়া : সরকারি নিয়ম অনুসারে বিদ্যালয়, হাসপাতাল, মন্দির সহ বেশ কিছু এলাকায় তামাকজাত দ্রব্য বিক্রি উপর রয়েছে নিষেধাজ্ঞা। প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে রমরমিয়ে চলছে তামাকজাত দ্রব্য বিক্রির ব্যবসা। তামাক বিক্রির বিরুদ্ধে সোমবার অভিযানে নামে ডিসটেন্স এডুকেশন বিউর, এক্সাইজ ডিপার্টমেন্ট, পুরুলিয়া সদর থানা ও স্বাস্থ্য দপ্তর। পুরুলিয়া শহরের জেলা হাসপাতাল, কলেজ, বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় যৌথভাবে অভিযান করে আধিকারিকেরা।
হাসপাতাল ও কলেজ চত্বরের ১০০ মিটারের মধ্যে থাকা গুটকা ও তামাক জাত দ্রব্য বিক্রির দোকান গুলিতে হানা দেয় আধিকারিকেরা। বাজেয়াপ্ত করা হয় গুটকা ও তামাক। পাশাপাশি ১৫ জন বিক্রেতাকে জরিমানা করা হয় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার জন্য। শুধুমাত্র পুরুলিয়া শহরেই নয় জেলার বিভিন্ন জায়গায় একযোগে অভিযান চালানো হচ্ছে বলে জানান আধিকারিকেরা। আগামী দিনেও লাগাতার এই অভিযান চলবে বলে জানান তারা।
advertisement
আরও পড়ুনঃ আচমকাই ভেঙে পড়ল বিদ্যালয়ের ছাদের চাঙ্গড়! অল্পের জন্য রক্ষা পেল পড়ুয়ারা
সরকারি সমস্ত নিয়ম নীতিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে তামাক ও গুটকা বিক্রির ব্যাবসা। এর ফলে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। অনৈতিক ভাবে এই ব্যবসা চালানোর ফলে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের। তাই বিদ্যালয়, হাসপাতাল, মন্দির সংলগ্ন এলাকায় গুটকা ও তামাকজাত দ্রব্য বিক্রি রুখতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে প্রসাশন।
advertisement
advertisement
Sharmistha Banerjee Bairagi
Location :
First Published :
November 15, 2022 5:30 PM IST