Durga Puja 2023: বৃদ্ধাশ্রম নিয়ে চোখে জল আনা থিম, পুজোর এই প্যান্ডেল শহরবাসীদের মন ছুঁয়ে গেল, ভিডিও দেখুন

Last Updated:

Durga Puja 2023: দুর্গাপুজো মানেই আনন্দ উৎসব। প্রতিটি পুজো মণ্ডপে দেখা যাচ্ছে অভিনব থিমের ভাবনা। তবে দর্জিপাড়া ষোলআনা দুর্গাপুজা কমিটি এক অন্যরকম বার্তা দিচ্ছে তাদের থিমের মধ্যে দিয়ে।

+
অভিনব

অভিনব থিমের ভাবনা এই মণ্ডপে

পুরুলিয়া:  দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা গোটা বঙ্গবাসী। ৮ থেকে ৮০ সকলেই মেতেছে উৎসবের আনন্দে। চলছে প্যান্ডেল হপিং। শহর থেকে গ্রাম সর্বত্র একই চিত্র। রাজ্যের অন্যান্য জেলার মতোই পুরুলিয়াবাসীও মেতে উঠেছে দুর্গাপুজোর আনন্দে। সন্ধ্যা হতে না হতেই প্যান্ডেলে প্যান্ডেলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শহরের বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে রয়েছে নানা থিমের চমক। একে অপরকে টেক্কা দিতে তারা সবদিক থেকে নিয়েছে প্রস্তুতি।
পুরুলিয়া শহরের অন্যতম জনপ্রিয় দর্জিপাড়া ষোলআনা দুর্গাপুজো কমিটির পুজো। প্রতি বছরই অভিনবত্বের ভাবনা দেখা যায় তাদের পুজো মণ্ডপে। তবে এ বছর তাদের পুজোর থিম বহু মানুষের মন ছুঁয়ে গিয়েছে। ‌এ বছর তাদের থিম রয়েছে ‘বৃদ্ধাশ্রম’। মা-বাবার ভূমিকা সন্তানদের জীবনে অপরিসীম। বহু ক্ষেত্রে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। মা-বাবার সেই জীবন কতখানি বেদনাময় সেই প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে তাদের এই থিমের মধ্যে।
advertisement
advertisement
এ বিষয়ে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গিয়েছে, তারা সমাজের কাছে বেশ কিছু বার্তা পৌঁছে দিতে চাইছেন তাদের থিমের মাধ্যমে। যাতে সমাজের মানুষদের মধ্যে চেতনা জাগ্রত হয়। তাদের এই থিমের জন্য বহু মানুষ ভিড় জমাচ্ছেন এই মণ্ডপে।
advertisement
এ বিষয়ে এক দর্শনার্থী জানান, এই প্যান্ডেলের থিম দেখে তিনি আপ্লুত। এই থিম যদি মানুষের মনে কিছুটা হলেও দাগ কাটতে পারে তাহলে সমাজের অনেকটাই উন্নতি হবে।
দুর্গাপুজো মানেই আনন্দ উৎসব। প্রতিটি পুজো মণ্ডপে দেখা যাচ্ছে অভিনব থিমের ভাবনা। তবে দর্জিপাড়া ষোলআনা দুর্গাপুজা কমিটি এক অন্যরকম বার্তা দিচ্ছে তাদের থিমের মধ্যে দিয়ে। বাবা মায়ের ভূমিকা সন্তানদের জীবনে ঠিক কতখানি রয়েছে সেই ভাবনাই তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে। এই থিম মন ছুঁয়েছে শহরবাসীদের।
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Durga Puja 2023: বৃদ্ধাশ্রম নিয়ে চোখে জল আনা থিম, পুজোর এই প্যান্ডেল শহরবাসীদের মন ছুঁয়ে গেল, ভিডিও দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement