Purba Medinipur News: সিসিটিভি ক্যামেরা ভেঙে একাধিক মন্দিরে চুরি নন্দীগ্রামে!

Last Updated:

আবারও চুরি নন্দীগ্রামে। এবার সিসিটিভি ক্যামেরা ভেঙে নন্দীগ্রামের বিরুলিয়া এলাকায় একাধিক মন্দিরে চুরি। চলতি বছরের সেপ্টেম্বর মাসে পরপর নন্দীগ্রামের একাধিক বাজারে চুরির ঘটনায় চাঞ্চল্য পড়েছিল।

+
title=

#নন্দীগ্রাম : আবারও চুরি নন্দীগ্রামে। এবার সিসিটিভি ক্যামেরা ভেঙে নন্দীগ্রামের বিরুলিয়া এলাকায় একাধিক মন্দিরে চুরি। চলতি বছরের সেপ্টেম্বর মাসে পরপর নন্দীগ্রামের একাধিক বাজারে চুরির ঘটনায় চাঞ্চল্য পড়েছিল। সেই চুরির ঘটনায় নন্দীগ্রাম থানার পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছিল। আবারও উৎসব আবহে চুরি গেল নন্দীগ্রামে। এবার নন্দীগ্রামের একাধিক মন্দির সহ একটি বাড়িতে। এই চুরির ঘটনা রাতে কোনোভাবে কারোর নজরে না আসে, সেই কারণে সমস্ত প্রমাণ লোপাট করতে মন্দিরে থাকা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে দুস্কৃতীরা।
ফলে দুস্কৃতীদের হদিশ পেতে যথেষ্ট বেগ পেতে হবে পুলিশকে, এমনটাই বলছেন স্থানীয়রা। বুধবার রাতে নন্দীগ্রামের বিরুলিয়া এলাকায় একাধিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামের দুটো মন্দির, একটা মনসা, ও একটি রাস মন্দির। মনসা মন্দির থেকে পুজোর সব সামগ্রী, ও গহনা, এবং রাস মন্দিরের প্রণামী বাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটে। এমনকি স্থানীর এক ব্যক্তির বাড়ি থেকে সাইকেল চুরির ঘটনাও ঘটেছে। এক রাতে একের পর এক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
আরও পড়ুনঃ কেমন রয়েছে বীরেন্দ্র নাথ শাসমলের জন্মভিটে? জানুন তাঁর জন্মদিনে
স্থানীয় মানুষ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তবে ঘটনায় কেউ এখনও পর্যন্ত গ্রেফতার হয়়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। যেভাবে এই চুরির ঘটনা ঘটেছে তাতে এলাকার মানুষ রিতীমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের অভিযোগ, রাতে পুলিশের গাড়ি বিভিন্ন জায়গায় টহল দিলেও তা ব্যর্থ হয়েছে এ ধরণের ঘটনা রুখতে। এদিকে এই ঘটনার জেরে এলাকায় রাতের নিরাপত্তা আরও জোরদার করার দাবি করছেন স্থানীয়রা।
advertisement
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: সিসিটিভি ক্যামেরা ভেঙে একাধিক মন্দিরে চুরি নন্দীগ্রামে!
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement