Child Marriage Prevention: যৌন হেনস্তা থেকে বাল্যবিবাহ এই জেলায় এখনও ভয়াবহ, নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Purba Medinipur News: জেলায় বাল্যবিবাহ রোধে কাজ করবে পার্শ্ব আইনি স্বেচ্ছাসেবক, শিক্ষার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা বাল্যবিবাহে রাজ্যের প্রথম সারিতে। এবার জেলায় বাল্যবিবাহ রোধে কাজ করবে পার্শ্ব আইনি স্বেচ্ছাসেবক।
তমলুক: পূর্ব মেদিনীপুর জেলায় বাড়তে থাকা বাল্যবিবাহের রাশ টানতে প্রশাসন এক যুগান্তকারী পদক্ষেপ নিল। পূর্ব মেদিনীপুর জেলা পড়াশোনার পাশাপাশি বাল্যবিবাহতেও রাজ্যের প্রথম সারিতে। জেলায় বাল্যবিবাহ ও শিশুদের যৌন হেনস্তা আটকাতে এবার কাজ করবে পার্শ্ব আইনি স্বেচ্ছাসেবক।
আইন বিষয়ে সম্যক ধারনা না থাকার জন্য নাবালিকা বিয়ে, কর্মক্ষেত্রে প্রতারণার মতো ঘটনা আকছারই ঘটছে। এবার সাধারণ মানুষ যাতে সঠিক আইনি পথে সমস্যার সুষ্ঠু সমাধান করতে পারেন সেই উদ্দেশ্যে পূর্ব মেদিনীপুর জেলার পার্শ্ব আইনি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয় পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ।
আরও পড়ুন –
advertisement
advertisement
জেলার ৫৫ জন প্যারা লিগ্যাল ভলান্টিয়ার (পিএলভি) এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬টি লিগ্যাল লিটারেসি ক্লাবের (এলএলসি) ১২ জন সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয় ১৭ জুন পূর্ব মেদিনীপুর জেলাশাসকের সভাঘরে এই প্রশিক্ষণ চলে। পূর্ব মেদিনীপুর জেলায় বাল্যবিবাহ বন্ধ করতেও এমন আইনি সহায়তায় প্রয়োজন।
advertisement
তাই সাধারণ মানুষের নাগালের মধ্যে আইনি সহায়তা পৌঁছে দিতেই পিএলভি এবং এলএলসিদের আইনের বিভিন্ন ধারা, পর্ব সম্পর্কে অবহিত করা হয়। জেলা আদালত, হাই কোর্টের বিচারপতি, আইনজীবি-সহ বিভিন্ন স্তরের বিশেষজ্ঞগণ এই বিষয়ে প্রশিক্ষণ দেন।
আইনি বিষয়টি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে পিএলভি সমস্ত কাজ করছেন। পাশাপাশি জেলার মহিষাদল গার্লস কলেজ, রাজনগর-পুতপুতিয়া হাইস্কুল, কেলোমাল সন্তোষিনী হাইস্কুল, কয়ালচক হাইস্কুল, কণ্টাই হাইস্কুল এবং ইসলামপুর হাইস্কুলে গড়া হয়েছে লিগ্যাল লিটারেসি ক্লাব। নবম থেকে দ্বাদশ শ্রেণির আগ্রহী পড়ুয়ারা এই সমস্ত ক্লাবের সদস্য। এমন প্রশিক্ষণ শিবিরে আইনি বিষয়ে তাদের সমৃদ্ধ হওয়া করা হয়।
advertisement
Saikat Shee
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2023 10:12 AM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Child Marriage Prevention: যৌন হেনস্তা থেকে বাল্যবিবাহ এই জেলায় এখনও ভয়াবহ, নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ