Digha Rare Fish|| দানব মাছ যেন মানুষই গিলে খাবে! কী ভয়ঙ্কর চেহারা, হাঁ করে দেখল দিঘার পর্যটকরা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Digha Rare Fish: অসময়ে দিঘায় প্রায় ২০০ কেজি ওজনের দৈত্যকার মাছ। মাছ দেখতে পর্যটকদের ভিড় দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে।
দিঘা: অসময়ে দিঘায় প্রায় ২০০ কেজি ওজনের দৈত্যকার মাছ। মাছ দেখতে পর্যটকদের ভিড় দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র। এই মৎস নিলাম কেন্দ্রে বিভিন্ন সময়ে বৃহৎ আকৃতির মাছ আড়ৎ-এ বিক্রির জন্য ওঠে।
এই প্রথমবার নয়, আগেও বেশ কয়েকবার বৃহৎ আকৃতির দৈত্যাকার মাছ দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে বিক্রির জন্য উঠেছে। কিন্তু ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার যে মাছ উঠেছে তা এ যাবৎ কালে এত বড় মাছ দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র ওঠেনি।
আরও পড়ুনঃ লাইভ আইসক্রিম তৈরি হচ্ছে! দেদার খাচ্ছে আমজনতা, চমকে ওঠা ভিডিও
দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের এমএমবি কাঁটায় ২০০ কেজি ওজনের বিশালাকার সামুদ্রিক কৈ-ভেটকি মাছ বিক্রির জন্য আসে এ দিন। এই আকৃতি মাছের খবর ছড়িয়ে পড়তেই দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয় মৎস্যজীবী ও দিঘায় আগত পর্যটকদের মধ্যে। বিশালাকার এই মাছ কেনার জন্য ভিড়ও জমে যায় ব্যবসায়ীদের মধ্যে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আরও বিপাকে অনুব্রত! জেলে ফের জেরা, কোন নতুন তথ্য উঠে এল CBI-র হাতে?
দীর্ঘক্ষণ দরদামের পর অবশেষে নিলামে মাত্র ৩৮ হাজার টাকায় বসিরহাটের একটি মৎস্য কোম্পানি কিনে নেয় মাছটি। জানা যায় কাঁথির বাসিন্দা মির্জা বাসেদ বেগের আশির্বাদ ট্রলারে বুধবার এই মাছটি ধরা পড়ে। মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের ব্যবসায়ীদের কথায় প্রায় তিন বছর পরে এ রকম বিশাল আকৃতির সামুদ্রিক কৈ-ভেটকি মাছ আবার দেখা মিলল দিঘার সমুদ্রে।
advertisement
মৎস্যজীবীরা জানান গভীর সমুদ্রে এই মাছ পাওয়া যায়। চলতি বছর মাছ ধরার মরশুমে দু একটা বড়মাছ উঠলেও এত বড় মাছ এই শীতের সময় বিরল। পর্যটকেরাও দারুণ খুশি দিঘায় বেড়াতে এসে এত বড় বিরল প্রজাতির বিশালাকার সামুদ্রিক কই মাছ দেখে। কেউ কেউ মাছের সঙ্গে সেলফি তোলে। দলবদ্ধভাবে দাঁড়িয়ে বৃহৎ আকৃতির মাছের সঙ্গে ছবি তোলার ভিড় লাগে পর্যটকদের।
advertisement
Saikat Shee
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2023 8:23 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Digha Rare Fish|| দানব মাছ যেন মানুষই গিলে খাবে! কী ভয়ঙ্কর চেহারা, হাঁ করে দেখল দিঘার পর্যটকরা