Purba Medinipur News: বাড়ল ফেরি সার্ভিসের ভাড়া, শিল্প নগরীতে আসা মানুষজনের সমস্যা বাড়ল

Last Updated:

বছর বছর ফেরি সার্ভিসের ভাড়া বাড়ছে। আর তাতেই সমস্যায় পড়েছে হলদিয়া শিল্পাঞ্চল শহরে কাজ করতে আসা দক্ষিণ ২৪ পরগনা মানুষজন। 

হলদিয়া: আবারও বাড়ল হলদিয়া শিল্পাঞ্চল শহরের লাইফলাইন ডায়মন্ড হারবার কুকড়াহাটী ফেরি সার্ভিসের ভাড়া। হুগলি নদীর একদিকে হলদিয়া অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা। শিল্পশহর হলদিয়ায় যাতায়াতের সুবিধার্থে বহু মানুষ জলপথকে বেছে নিয়েছে। কিন্তু বছর বছর ফেরি সার্ভিসের ভাড়া বাড়ছে। আর তাতেই সমস্যায় পড়েছে হলদিয়া শিল্পাঞ্চল শহরে কাজ করতে আসা দক্ষিণ ২৪ পরগনা মানুষজন। শুধু শিল্পাঞ্চল শহরের শ্রমিকেরা নয় এই ভাড়া বৃদ্ধিতে সমস্যায় পড়েছে সাধারণ মানুষও।
হুগলি নদীর ডায়মণ্ড হারবার কুকড়াহাটী ফেরি সার্ভিসের ২ টাকা থেকে সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পৌরসভা পরিচালিত এই ফেরি সার্ভিস। এক বছরের মাথায় পুনরায় ভাড়া বৃদ্ধির মেনে নিতে পারছেন না যাত্রী সাধারণ বাড়ছে ক্ষোভ। ২০২২ সালে ১লা জুলাই এই ফেরি সার্ভিসের ভাড়া বাড়ানো হয়েছিল আর বছর ঘুরতেই ২০২৩ সালে অগাস্টে ভাড়া বাড়ানোর তোড়জোড় শুরু হয়।ডায়মন্ড হারবার পৌরসভার বোর্ড অফ কাউন্সিলার্স ১০ই অগাস্ট মিটিং করে এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন ঃ অর্ডার কম সঙ্গে প্রকৃতির খামখেয়ালিপনা! বন্ধ রোজগার, মুখ ভার প্রতিমা শিল্পীদের
সাধারণ যাত্রী ভাড়া ছিল ২০ টাকা, তা বেড়ে হয়েছে ২৫ টাকা। টিকিটবিহীন যাত্রীর ফাইন বা জরিমানা ছিল ৫০ টাকা, তা বেড়ে হয়েছে ৬০ টাকা। বড় মালের টিকিটের দাম ছিল ৩০ টাকা, তা হয়েছে ৩৫ টাকা। মাঝারি মালের টিকিটের দাম ছিল ২৫ টাকা, তার বর্তমান দাম হয়েছে ২৮ টাকা। ছোট মালের টিকিটের মূল্য ছিল ১০ টাকা, সেটি বেড়ে হয়েছে ১২ টাকা। তবে ছাত্র-ছাত্রীদের মাসিক টিকিট ছিল মূল্য ৭০ টাকা অবশ্য অপরিবর্তিত রয়েছে। আগামী ১লা সেপ্টেম্বর থেকে এই ভাড়া চালু করা হবে বলে ডায়মন্ড হারবার পৌরসভার তরফে জানানো হয়েছে।
advertisement
advertisement
ইতিমধ্যে এই ভাড়া বৃদ্ধি বিষয়টি কুকড়াহাটী ফেরিঘাটে হলদিয়া মহকুমার শাসকের অফিস, হলদিয়ার ডেভেলপমেন্ট অথরিটি, সুতাহাটা থানাতে প্রশাসনিকভাবে জানানো হয়েছে।‌ স্থানীয় যাত্রীরা অবশ্য এ বিষয়ে সন্তুষ্ট নয়। সুতাহাটা এলাকায় নিত্যযাত্রী গৌরব সামন্ত জানান, “এক বছর ঘুরতে ডায়মন্ড হারবার কুকুরাহাটি ফেরি সার্ভিসের ফের ভাড়া বৃদ্ধি মানতে পারছি না। বিষয়টিকে কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত।” স্থানীয় চৈতন্যপুর এলাকার অরূপ দাস অভিযোগ করে বলেন, “ডায়মন্ড হারবার পৌরসভার বাড়তি ভাড়া চাপিয়ে দিচ্ছে।”
advertisement
আরও পড়ুন ঃ ছিঃ, ছিঃ, সোনার ইতিহাসের শহর, আর আজ রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা, এলাকাবাসী দিল মোক্ষম দাওয়াই
ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস জানান তেলের দাম বেড়েছে। কুকড়াহাটী ডায়মন্ড হারবার এই জলপথে দূরত্ব ৮ কিলোমিটার, স্বাভাবিকভাবেই খরচ বেড়েছে। ভেসেল চালাতে গেলে যথেষ্ট খরচ। ৫০ জন কর্মী রয়েছে সবকিছু ভেবেই তাই ভাড়া বাড়াতে হয়েছে।‌ ডায়মন্ড হারবার পৌরসভা সূত্রে জানা গিয়েছে কুকুরাহাটি-রায়চক কিংবা গেওয়াখালি-গাদিয়াড়া, গেঁওয়াখালি-নুরপুর ফেরি সার্ভিসের দূরত্ব অনেক কম। সেই তুলনায় তাদের ভাড়া মানানসই রয়েছে।
advertisement
কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আবারও ভাড়া বৃদ্ধি চিন্তায় ফেলেছে সাধারণ মানুষকে। কুকড়াহাটী থেকে খুব সুন্দরভাবে মানুষ পৌঁছে যেত ডায়মণ্ড হারবার হয়ে কলকাতা। কিন্তু দিনের পর দিন এত ভাড়া বৃদ্ধি হচ্ছে নিত্যযাত্রীসহ সাধারণ মানুষের সমস্যার ফেলে দিয়েছে। ফলে সাধারণ মানুষের দাবি এই ভাড়া বৃদ্ধি নিয়ে আরো একবার পুনঃবিবেচনা করা হোক।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: বাড়ল ফেরি সার্ভিসের ভাড়া, শিল্প নগরীতে আসা মানুষজনের সমস্যা বাড়ল
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement