ছিঃ, ছিঃ, সোনার ইতিহাসের শহর, আর আজ রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা, এলাকাবাসী দিল মোক্ষম দাওয়াই
- Reported by:SAIKAT SHEE
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
দীর্ঘ দিন ধরে শহরের মধ্যে একটি বাড়িতে, বাড়ি মালিকের প্রশ্রয়ে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা। কিন্তু এবার ক্ষোভে ফেটে পড়ল প্রতিবেশীরা। ওই বাড়ির দরজায় তালা লাগিয়ে, দেহ ব্যবসা রুখে দিল।
তমলুক: দীর্ঘ দিন ধরে শহরের মধ্যে একটি বাড়িতে, বাড়ি মালিকের প্রশ্রয়ে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা। কিন্তু এবার ক্ষোভে ফেটে পড়ল প্রতিবেশীরা। ওই বাড়ির দরজায় তালা লাগিয়ে, দেহ ব্যবসা রুখে দিল এলাকার মহিলা সহ স্থানীয় বাসিন্দারা। এমনকি ঘরের ভেতর দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকা মহিলাদের আটকে রেখে চাবি লাগিয়ে দেয় ক্ষুব্ধ প্রতিবেশী মহিলারা।
পরে তমলুক থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে।
advertisement
তাম্রলিপ্ত পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে দেহ ব্যবসা এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে চলছিল বলে এলাকাবাসীর অভিযোগ। রবিবার এলাকাবাসী এবং স্থানীয় মহিলারা ওই বাড়ি ঘিরে ফেলে। দেহ ব্যবসায় জড়িত থাকা বেশ কিছু মহিলা এবং পুরুষ আটকে রাখে। বেগতিক দেখে কয়েকজন পুরুষ এবং মহিলা ছুটে পালিয়ে গেলেও একটি রুমের মধ্যে তিনজন মহিলাকে আটকে রেখে চাবি লাগিয়ে দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। চাবি খুলে তিন মহিলাদের উদ্ধার করে।
advertisement
আরও পড়ুন – Cyclonic Circulation: অসমে ঘূর্ণাবর্ত, বাংলার কপালে হঠাৎই আবহাওয়ার ভোলবদল, নাভিশ্বাস জনতার
এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে ওই বাড়ির মধ্যে ছয় থেকে সাতটি রুমে দেহ ব্যবসা চালাচ্ছিল ওই বাড়ির এক মালিক। শহরের মধ্যে এমন অস্বস্তিকর পরিবেশ তৈরি করার ফলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে।
advertisement
যার বাড়িতে এই দেহ ব্যবসা চলছিল তাঁর নাম দেবপ্রসাদ জানা। তিনি সকাল থেকে পলাতক। তাঁর বয়স্ক দিদি তিনি জানান অনেকদিন ধরেই তাঁর ভাই এই অবৈধ কাজশুরু করেছে। তিনি প্রতিবাদ করলে ভাই সে কথায় কর্ণপাত করেনি।
পুলিশ ঐ তিন মহিলাকে তমলুক থানায় নিয়ে যায়, এই কাজের সঙ্গে আর কারা,কারা যুক্ত তাদের খোঁজে জিজ্ঞাসাবাদ করছে তমলুক থানার পুলিশ। তমলুকের মত প্রাচীন ঐতিহ্যশালী শহরে অবৈধ দেহ ব্যবসার ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
Saikat Shee
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 28, 2023 4:02 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
ছিঃ, ছিঃ, সোনার ইতিহাসের শহর, আর আজ রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা, এলাকাবাসী দিল মোক্ষম দাওয়াই









