Cyclonic Circulation: অসমে ঘূর্ণাবর্ত, বাংলার কপালে হঠাৎই আবহাওয়ার ভোলবদল, নাভিশ্বাস জনতার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গে৷ অন্যদিকে দক্ষিণবঙ্গেও হাল খারাপ হবে বাসিন্দাদের৷ উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জেরে নাভিঃশ্বাস উঠবে৷
: অসমের পশ্চিম দিকে বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ লোয়ার ট্রপোস্ফিয়ার স্তর দিয়ে সেটি রয়েছে অন্যদিকে মৌসুমী অক্ষরেখা উত্তর প্রদেশের বরেলি থেকে গোরক্ষপুর এবং বিহারের পটনার ওপর দিয়ে এ রাজ্যের শান্তিনিকেতন ও কাঁথির উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
advertisement
advertisement
advertisement
advertisement
দক্ষিণবঙ্গের হাওড়া, কলকাতা, হুগলি বৃষ্টি শূন্য থাকবে৷ এছাড়া পশ্চিমের সমস্ত জেলা, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান কোথাও বৃষ্টি হবে না৷ বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। আজ রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ। উত্তরবঙ্গে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্র-বিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
advertisement
advertisement
এদিকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অরুণাচলপ্রদেশ,অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ত্রিপুরাতে ভারী বৃষ্টি হবে। কোঙ্কন গোয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল এবং ওড়িশাতে। ভারতের বেশিরভাগ জায়গা থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।