Biswakarma Puja 2023: অর্ডার কম সঙ্গে প্রকৃতির খামখেয়ালিপনা! বন্ধ রোজগার, মুখ ভার প্রতিমা শিল্পীদের
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Bangla News: বন্ধ হয়েছে অনেক অনুসারী ছোট ও ক্ষুদ্র কলকারখানা। আর কলকারখানা বন্ধ হওয়ায় বিশ্বকর্মা পুজোয় জৌলুস হারিয়েছে হলদিয়া।
হলদিয়া: সামনেই বিশ্বকর্মা পুজো কিন্তু তা সত্ত্বেও মুখে হাসি নেই প্রতিমা শিল্পীদের। এই বিশ্বকর্মা পুজো দিয়ে বাঙালির উৎসবের মরশুম শুরু। কিন্তু দিন দিন কমছে বিশ্বকর্মা প্রতিমার অর্ডার। আবার যে কটা অর্ডারে বিশ্বকর্মার মূর্তি বানানো হয়েছে সেখানেও সমস্যা। কারণ এই বৃষ্টি, এই রোদ, প্রাকৃতিক খামখেয়ালিপনায় নাজেহাল প্রতিমা শিল্পীরা। হলদিয়ার বিভিন্ন জায়গায় প্রতিমা শিল্পীদের আগের তুলনায় রোজগার অনেকটাই কম হয়ে দাঁড়িয়েছে। ফলে মুখ ভার প্রতিমা শিল্পীদের।
কিন্তু শিল্পনগরী হলদিয়ায় বছরের পর বছর কেন কমছে বিশ্বকর্মা মূর্তির চাহিদা এ বিষয়ে অনুসন্ধান করলে জানা যায় বহু তথ্য। শেষ কয়েক বছরে হলদিয়ায় অনেক পুরনো কলকারখানা বন্ধ হয়েছে। সেভাবে নতুন করে কোন বড় কারখানা গড়ে ওঠেনি। ফলে বন্ধ হয়েছে অনেক অনুসারী ছোট ও ক্ষুদ্র কলকারখানা। আর কলকারখানা বন্ধ হওয়ায় বিশ্বকর্মা পুজোয় জৌলুস হারিয়েছে হলদিয়া। কমেছে আগের তুলনায় পুজোর সংখ্যা। ফলে বরাদ কমেছে প্রতিমা শিল্পীদের। আর এই কারণে অনেক প্রতিমা শিল্পী মূর্তি গড়ার কাজ বাদ দিয়ে অন্য পেশা গ্রহণ করেছে।
advertisement
advertisement
এবারও বিশ্বকর্মা পুজোয় হলদিয়ার চিত্রটা বদলালো না। শেষ বছরে তুলনায় আরও কমল মূর্তি তৈরির বরাদ। ফলে প্রতিমা শিল্পীদের কাছে সেভাবে মূর্তি তৈরির অর্ডার আসেনি। যে কটি অর্ডার প্রতিমা শিল্পীরা পেয়েছেন সেই মূর্তি তৈরি করতেও প্রকৃতির খামখেয়ালিপনা সমস্যায় পড়েছে শিল্পীরা। থেকে থেকে রোদ-বৃষ্টি, মূর্তি তৈরিতে ব্যাঘাত সৃষ্টি করছে। বিশ্বকর্মা পুজো যত এগিয়ে আসছে শিল্পীদের মূর্তি তৈরির ব্যস্ততা তত বাড়ছে। তবে তাঁরা আশাবাদী যে কটি মূর্তি তাঁরা তৈরি করছেন তা পুজোর আগের দিন সম্পূর্ণ করতে পারবেন। প্রতিমা শিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায় বছর বছর বিশ্বকর্মা মূর্তির তৈরিতে অর্ডার কম হওয়ায় আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে।
advertisement
Saikat Shee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2023 7:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Biswakarma Puja 2023: অর্ডার কম সঙ্গে প্রকৃতির খামখেয়ালিপনা! বন্ধ রোজগার, মুখ ভার প্রতিমা শিল্পীদের