WB Panchayat Election 2023: ব‍্যালট বাক্সে ভাতের ফ্যান, গরম জল! বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

Last Updated:

ব্যালট বাক্সে ভাতের ফ্যান ও গরম জল ফেলে দেওয়ার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

ব‍্যালট বাক্সে ভাতের ফ্যান, গরম জল! বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের
ব‍্যালট বাক্সে ভাতের ফ্যান, গরম জল! বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের
পূর্ব বর্ধমান: ব্যালট বাক্সে ভাতের ফ্যান ও গরম জল ফেলে দেওয়ার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মারধরের জেরে প্রিয়াঙ্কা মণ্ডল নামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বুথের মধ‍্যেই জ্ঞান হারান। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। কাটোয়ার খাজুরডিহি গ্রাম পঞ্চায়েতের একাইহাটের সীতাকুমারী প্রাথমিক বিদ্যালয়ের ২২ নম্বর বুথের ঘটনা।
তৃণমূল কংগ্রেস কর্মী বিউটি বিবি নিজেকে প্রত‍্যক্ষদর্শী বলে দাবি করেন। তাঁর অভিযোগ, বিজেপি দল হেরে যাওয়ার ভয়ে ব্যালট বাক্স নিয়ে পালানোর চেষ্টা করছিল। সেই সময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা মণ্ডল আটকাতে গেলে তাকে মারধোর করা হয়। তৃণমূল কংগ্রেসের আরও অভিযোগ প্রিয়াঙ্কার গায়ে গরম জল ঢেলে দেয় বিজেপির দুষ্কৃতীরা। গুরুতর জখম প্রিয়াঙ্কা মণ্ডলকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, ফুলবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতের চাংড়াবান্দা প্রাথমিক বিদ্যালয়ের ভোট বাক্সে জল ঢেলে ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থীর স্বামীর বিরুদ্ধে। ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকে তাণ্ডব চালিয়েছে বিজেপি প্রার্থীর স্বামী, অভিযোগ তৃণমূলের। ভোট করার দাবিতে ক্ষোভ এলাকাবাসীদের। ঘটনায় বন্ধ ভোটগ্রহণ। আতঙ্কে রয়েছেন ভোটকর্মীরা।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
WB Panchayat Election 2023: ব‍্যালট বাক্সে ভাতের ফ্যান, গরম জল! বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement