WB Panchayat Election 2023: "টাকা না ঢুকলে আমরা কেউ ভোট করতে যাব না"! বর্ধমান ডিসিআরসি কেন্দ্রে কী ঘটছে? জানুন
- Reported by:BONOARILAL CHOWDHURY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
WB Panchayat Election 2023: বর্ধমান এক নম্বরে এখনো কারোর টাকা ঢোকেনি, আমরা সবাই মিলে আলোচনা করছি যে টাকা না ঢুকলে আমরা কেউ ভোট করতে যাব না
পূর্ব বর্ধমান: বর্ধমান ১ নম্বর ব্লকের বিদ্যাসাগর উচ্চবিদ্যালয়ে ডিসিআরসি সেন্টার গড়ে তোলা হয়েছে, এখান থেকেই ভোট কর্মীরা নিজেদের পোস্টিং এর জায়গায় রওনা দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। তবে বর্ধমান ১ নম্বর ব্লকের ডিসিআরসি কেন্দ্র থেকে উঠে এল এক অন্য রকম চিত্র। এই কেন্দ্রে যে সমস্ত ভোট কর্মী রয়েছেন সেই সমস্ত ভোট কর্মীদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত সরকারি টাকা ঢোকেনি। সেই টাকা না ঢোকার কারণে বর্ধমান ১ নম্বর ব্লকে বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে ব্যালট বক্স নিতে এসে বেশ কিছু অংশ ভোট কর্মীরা ক্ষোভ ফেটে পড়েন সংবাদ মাধ্যমের কাছে ।তাদের দাবি যতক্ষণ তাদের একাউন্টে টাকা ঢুকবে না ততক্ষণ তারা ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন না।
এই নিয়ে এক ভোট কর্মী জানিয়েছেন, আমাদের বর্ধমান এক নম্বরে এখনও কারোর টাকা ঢোকেনি, আমরা সবাই মিলে আলোচনা করছিলাম যে টাকা না ঢুকলে আমরা কেউ ভোট করতে যাব না । সব ব্লকে টাকা ঢুকেছে শুধু এই ব্লকেই এইরকম অন্যান্য ব্লকে দুদিন আগে থেকে টাকা ঢুকে গেছে । আবার শুনেছি, ট্রেনিং এর সময় অন্যান্য জায়গায় ২০০ টাকা করে এবং টিফিনের জন্য খরচা দিয়েছে এখানে, সেটাও দেয়নি। এখনও পর্যন্ত দু একজন ছাড়া সবাই সই করে বসে আছে কেউ কোন মালপত্র নেয়নি।
advertisement
advertisement
যদিও এই বিষয়ে বর্ধমান এক নম্বর ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য জানান প্রসেসিং চলছে ২-১ ঘণ্টার মধ্যেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে বিডিও বললেও ভোট কর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন যতক্ষণ না তাদের একাউন্টে টাকা ঢুকছে ততক্ষণ তারা ভোট গ্রহণ কেন্দ্রে অংশগ্রহণ করবেন না । তবে দেখা যায় কড়া নিরাপত্তার সাথে ব্যালট বক্স রাখা হয়েছে চারিদিকে জানালার ওপর ইটের দেয়ালের গাঁথনি করে এবং গেট বন্ধ করে নিরাপত্তার ব্যবস্থায় রাখা হয়ছে । পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে আই কার্ড দেখে তাদের প্রবেশ করানো হচ্ছে যারা ভোটকেন্দ্রে অংশগ্রহণ করছেন তাদেরকে । যদিও কোন রকম এখনও পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান বর্ধমান এক নম্বর ব্লকের ভিডিও ,শান্তিপূর্ণভাবেই সকাল থেকেই ব্যালট বক্স প্রদানের কাজকর্ম চলছে।
advertisement
Bonoarilal Chowdhury
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 07, 2023 7:00 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
WB Panchayat Election 2023: "টাকা না ঢুকলে আমরা কেউ ভোট করতে যাব না"! বর্ধমান ডিসিআরসি কেন্দ্রে কী ঘটছে? জানুন






