WB Panchayat Election 2023: বুথে মাত্র পাঁচ-জন মহিলা ভোট কর্মী! আতঙ্কের রাত কাটোয়ায়! জানুন কী ঘটছে
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
WB Panchayat Election 2023: রাত পোহালেই ভোট। তার আগেই যা ঘটছে কাটোয়ায়
পূর্ব বর্ধমান: আগামীকাল ৮ই জুলাই সারা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। গ্রাম বাংলার রাজনৈতিক লড়াইয়ে কে জিতবে এই নিয়ে ভোটযুদ্ধে নেমেছে প্রতিটি রাজনৈতিক দল। নির্বাচনের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের পাশাপাশি রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই রাজ্যের গ্রামগুলিতে টহলও দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রাজ্যের বুথ খুলিতে নির্বাচন পরিচালনার কাজে মোতায়ন থাকেন ভোট কর্মীরা। পূর্ব বর্ধমান এমন বেশ কিছু বুথ রয়েছে যে সকল বুথগুলিতে নির্বাচন পরিচালনার কাজে যুক্ত রয়েছে মহিলা ভোট কর্মীরা।
কাটোয়া ২ নম্বর ব্লকে চালিত বুথের সংখ্যা ছয়টি। এই ছয়টি বুথের মধ্যেই একটি বুথ হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ ব্লকের জগদানন্দপুর এফ পি স্কুলে ৪৭ নম্বর বুথ। মহিলা পরিচালিত এই বুথে মহিলা ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে এবং পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে যুক্ত থাকা ভোট কর্মীরাই বা কি বলছেন, দেখে নিন।
advertisement
advertisement
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ ব্লকের অন্তর্গত জগদানন্দপুর এফ পি স্কুলে ৪৭ নম্বর বুথটি মহিলা পরিচালিত। এই বুথে মোট ভোট কর্মীর সংখ্যা পাঁচজন এবং এই পাঁচজনের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে একটি পুলিশ কর্মীকে। এই বুথে ভোট পরিচালনার কাজে যুক্ত থাকা ভোটকর্মীরা আশাবাদী নির্বাচন নিরাপদেই হবে। সেই সঙ্গে নিজেদের নিরাপত্তা নিয়েও তাদের মধ্যে কোনো সংশয় নেই বলেই জানিয়েছেন তারা। সাবিনা ইয়াসমিন নামক এক ভোট কর্মী বলেন, “এখনও পর্যন্ত সেন্ট্রাল ফোর্স আসেনি। তবে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে সেন্ট্রাল ফোর্স আসবে, কোনও অসুবিধা হবে না। এই বুথে মোট ৫ জন ভোটকর্মী ও একজন পুলিশ রয়েছেন বর্তমানে।”
advertisement
তবে পুলিশকর্মীর সংখ্যা বেশি হলে কোথাও গিয়ে আর একটু সুবিধা হত বলেও মনে করছেন তারা। তবে মহিলা ভোট কর্মীদের তরফে আরও জানানো হয়েছে , “আমাদের রাজ্য সরকারের ওপর আস্থা রয়েছে,আমাদের সবরকম পরিষেবা দেবেন । কোনওরকম অসুবিধা হলে বলা হয়েছে ফোন করে নিতে। আমরাও সেভাবেই চলবো। ওঁরা যেভাবে বলেছেন কাজ করে নিতে সেভাবেই করব।”
advertisement
জগদানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবব্রত রায় জানিয়েছেন শান্তিপূর্ণভাবেই ভোট হবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। এ প্রসঙ্গে তিনি আরো জানান, “এটা শান্তিপূর্ণ এলাকা এই এলাকায় ভোট শান্তিপূর্ণভাবেই হবে । আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা শান্তি এবং সম্প্রীতির পক্ষে তাই যাতে শান্তিপূর্ণভাবেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হয় সেদিক দিয়ে আমাদের কর্মীরা সজাগ আছে ।” আর সব মিলিয়ে আগামীকালের পঞ্চায়েত নির্বাচনে পুরুষ ভোটকর্মীদের পাশাপাশি দৃপ্ত সাবলীল নির্ভীক ভাবে নির্বাচন পরিচালনার কাজে যোগ দিতে দেখা গেল মহিলা ভোটকর্মীদেরও।
advertisement
Bonoarilal Chowdhury
Location :
Kolkata,West Bengal
First Published :
July 07, 2023 9:48 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
WB Panchayat Election 2023: বুথে মাত্র পাঁচ-জন মহিলা ভোট কর্মী! আতঙ্কের রাত কাটোয়ায়! জানুন কী ঘটছে