WB Panchayat Election 2023: "জানি না আমরা ঠিক ভাবে ভোট করে ফিরব কিনা!" ভোট কর্মীদের সঙ্গে মাত্র একজন পুলিশ!

Last Updated:

WB Panchayat Election 2023: ভোট কর্মীর কেন ভয় পাচ্ছেন? জানুন

+
ভিন্ন

ভিন্ন ভিন্ন নানান চিত্র উঠে এলো কাটোয়া ১ ব্লকের ডিসিআরসি থেকে

 কাটোয়া: রাত পোহালেই পঞ্চায়েত ভোট। প্রতিটা জেলায় যে সকল ডিসিআরসি কেন্দ্র তৈরি করা হয় সেখান থেকেই পুলিশি নিরাপত্তা মোতায়ন করে ভোট কর্মীদের পাঠানো হয় ভোট কেন্দ্রগুলিতে। সেই প্রক্রিয়ার মধ্যেই এবার ভিন্ন ভিন্ন নানান চিত্র উঠে এল কাটোয়া ১ ব্লকের ডিসিআরসি থেকে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ ব্লকের অন্তর্গত সিপাহীদীঘির বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ভোট কর্মীদের পরিচালনা করার জন্য গঠন করা হয়েছে ডিসিআরসি এবং সেই ডিসিআরসি কেন্দ্রগুলি থেকেই পুলিশি নিরাপত্তা মোতায়ন করে ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট কর্মীদের।
এই ডিসিআরসি থেকেই ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার মুখে ভিন্ন স্বাদের এক মন্তব্য করতে শোনা গেল এক ভোট কর্মীকে। এই ভোট কর্মীর কথায় তারা নিরাপত্তার অভাব দেখতে পাচ্ছেন। একজন মাত্র পুলিশ কর্মী দিয়ে তাদের ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে। এই প্রসঙ্গে এক নম্বর ব্লকের ডিসিআরসি থেকে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়া এই ভোট কর্মী জানান, ‘আমাদের সেন্টার পড়েছে গিদোগ্রামে ।’ ভোট কিরকম হবে এই নিয়ে প্রশ্ন করা হলে জানান যে “ভোট কেমন হবে তা ওখানে যাওয়ার পরই বোঝা যাবে , তবে আমরা যা আশা করেছিলাম নিরাপত্তার অভাব দেখছি । একজন মাত্র পুলিশ দাদা আমাদের সঙ্গে যাচ্ছেন । জানি না আমরা কতটা ঠিক ঠাক ভাবে ভোট করে ফিরব । ফেরার পর দেখা হলে আবার কথা হবে । “
advertisement
advertisement
আরও পড়ুন:
অপরদিকে কাটোয়া এক নম্বর ব্লকের রায়ের পাড়া ৪১ নম্বর বুথের উদ্দেশ্যে রওনা হওয়া এক ভোট কর্মী জানান একজন মহিলা পুলিশ কর্মী দিয়ে ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে তাদের। এই ভোট কর্মীর কথায়, এখানে বেঙ্গল পুলিশের সহায়তা দেখতে পাচ্ছি। কিন্তু সেন্ট্রাল ফোর্সের বিষয় এখনও পর্যন্ত কিছু জানি না। তবে এই ভোট কর্মীর কথায় স্পষ্ট ধরা পড়েছে যে ওঁরা নিরাপত্তার অভাবে চিন্তায় রয়েছেন । তবে এখন দেখার বিষয় পূর্ব বর্ধমান জেলা জুড়ে বিভিন্ন জায়গায় কতটা শান্তিপূর্ণ ভাবে ভোট হয় ।
advertisement
Bonoarilal Chowdhury
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
WB Panchayat Election 2023: "জানি না আমরা ঠিক ভাবে ভোট করে ফিরব কিনা!" ভোট কর্মীদের সঙ্গে মাত্র একজন পুলিশ!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement