হোম /খবর /পূর্ব বর্ধমান /
স্থানীয় পরিবহণ কর্মীদের নিয়ে যা করল সেচ্ছাসেবী সংস্থা, দেখলে মন ভরে যাবে

Purba Bardhaman News: স্থানীয় পরিবহণ কর্মীদের নিয়ে যা করল সেচ্ছাসেবী সংস্থা, দেখলে মন ভরে যাবে

X
প্রতীকী [object Object]

আকাশ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং সুইচ অন ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে স্থানীয় পরিবহণ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

  • Share this:

পূর্ব বর্ধমান: আকাশ নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্থানীয় পরিবহণ কর্মীদের নিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হল। পূর্ব  বর্ধমান জেলার জামালপুরের জৌগ্রাম স্টেশন এলাকায় এই কর্মসূচিটি পালন করা হয়। আকাশ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং সুইচ অন ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে স্থানীয় পরিবহণ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

ধোঁয়া, ধুলো, বায়ু দূষণের ফলে পরিবহণের সঙ্গে যুক্ত বাস, লরি, টোটো ড্রাইভাররা নিত্যদিন তাদের ফুসফুসের ক্ষতির শিকার হন। এদিনের এই শিবিরে পরিবহণের সঙ্গে যুক্ত কর্মীদের ফুসফুসের ক্ষতির পরিমাপ করতে পালমোনারি ফাংশন পরীক্ষা করা হয়। এর পাশাপাশি প্রয়োজন মতো চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হয়।

আরও পড়ুন: ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজে গিয়ে আর ফেরা হল না দুই পরিযায়ী শ্রমিকের! কারণ জানলে চোখে জল আসবে আপনাদেরও

এসবের পাশাপাশি এই দুই স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ প্রয়াসে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এইদিন। ৯৮ জন পরিবহণ কর্মীকে এদিন বায়ু দূষণ থেকে ফুসফুসের ক্ষতি এড়াতে কি কি জরুরী পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে আয়োজিত সেমিনারে পরামর্শ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: পাসপোর্টের জন্য জাল জন্ম সার্টিফিকেট জমা দিয়ে ডিআইবির হাতে ধৃত যুবক

আয়জকদের পক্ষ থেকে অয়ন চক্রবর্তী জানান, "ফুসফুসের কার্যক্ষমতার পরীক্ষা বাজারে ব্যয়বহুল হওয়ায় অনেকে পরীক্ষা করাতে পারে না। এই শিবিরে তার সুবিধা বিনামূল্যে দেওয়া হল।"

স্বেচ্ছাসেবী সংস্থার ভাইস প্রেসিডেন্ট শুভদীপ পাল বলেন, "বর্ধমান জেলার জামালপুর ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন আকাশের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এবং সেই সঙ্গে সুইচ অন ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা একটা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে যারা টোটো চালক, অটোচালক, বাস চালক যারা বায়ু দূষণে ক্ষতিগ্রস্ত হন , তাদের বিনামূল্যে একটা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। সুগারের পরীক্ষা, প্রেসার চেক এবং সেই সঙ্গে পালমোনারি ফাংশন চেক করা হয় । এদিন অভিজ্ঞ ডাক্তার বাবুরা আসেন বর্ধমান থেকে এবং এই সকল রোগীদের চিকিৎসা করেন।"

Bonoarilal Chowdhury
Published by:Sayani Rana
First published:

Tags: Purba bardhaman, Purba Bardhaman news