Purba Bardhaman News:ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজে গিয়ে আর ফেরা হল না দুই পরিযায়ী শ্রমিকের! কারণ জানলে চোখে জল আসবে আপনাদেরও
- Published by:Sayani Rana
Last Updated:
ভিন রাজ্যের রাজমিস্ত্রির কাজে গিয়ে দেওয়াল চাপা পড়ে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু।
পূর্ব বর্ধমান: ভিন রাজ্যের রাজমিস্ত্রির কাজে গিয়ে দেওয়াল চাপা পড়ে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু। শুক্রবার পূর্বস্থলীর মুকশিমপাড়া পঞ্চায়েতের বারোরপাড়া এলাকার বাসিন্দা নিয়ামত শেখ ভিন রাজ্যের রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল। তাঁর গ্রামের বাড়িতে মৃতদেহ পৌঁছে দেওয়া হয়।
আরও এক পরিযায়ী শ্রমিক নুরউদ্দিন শেখের মৃতদেহ পৌঁছে দেওয়া হয় তাঁর বাড়িতে। স্থানীয় গ্রামবাসীদের তরফ থেকে গিয়েছে, এই এলাকা থেকে তিনিও কেরালার মালাপ্পুরম জেলায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিল । গত মঙ্গলবার সেখানেই একটি পাঁচিলের নীচে কাজ করার সময় পাঁচিলের হঠাৎই চাপা পড়ে যায় নুরউদ্দিন ও নিয়ামত।
advertisement
advertisement
তড়িঘড়ি স্থানীয় এলাকার হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে গেলে, মঙ্গলবারই মারা যান নুর উদ্দিন শেখ। তার ঠিক একদিন পর গত বুধবার মারা যান নিয়ামত শেখ। শুক্রবার তাদের মৃতদেহ গ্রামের বাড়িতে ফিরলে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবার পরিজনেরা।
advertisement
Nabakumar Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 08, 2023 2:42 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News:ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজে গিয়ে আর ফেরা হল না দুই পরিযায়ী শ্রমিকের! কারণ জানলে চোখে জল আসবে আপনাদেরও










