East Bardhaman News: আগুন ঝরাচ্ছে আকাশ! কাঁচা আনাজের দামেও ছ্যাঁকা, মাথায় হাত মধ্য়বিত্তের

Last Updated:

সবজি বাজার করতে গেলে চড়া দামের জন্য হাতে ফাঁকা থলি নিয়েই ফিরতে হচ্ছে ক্রেতাদের । স্থানীয় এক সবজি বিক্রেতার কথায় গত দশ পনেরো দিন ধরে সবজির দাম বেশি আছে

+
গত

গত দশ পনেরো দিনে ব্যাপক হারে বেড়েছে সবজির দাম 

পূর্ব বর্ধমান: প্রচণ্ড গরমের জেরে নাজেহাল সাধারণ মানুষ। আর এই তীব্র দাবদাহে যেখানে সাধারণ মানুষ নাজেহাল অবস্থায় দিন কাটাচ্ছে, তখনই আরেক দিকে বাজারে কাঁচা সবজির দাম ছুঁচ্ছে আকাশ। সবজি বাজার করতে গেলে চড়া দামের জন্য কার্যত ফাঁকা থলি নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে ক্রেতাদের। স্থানীয় এক সবজি বিক্রেতার কথায়, গত দশ পনেরো দিন ধরে সবজির দাম অস্বাভাবিক ভাবে বেড়েছে।
বর্ধমান শহরের তেঁতুল তলা, নতুন গঞ্জ, বড়বাজার, কালনা গেট, বড় নীলপুর-সহ বিভিন্ন সবজি বাজারে সবজির মূল্য দেখে নেওয়া যাক এক ঝলকে৷ যেমন, আদা- ২৫০ টাকা কেজি, রসুন ১৫০ টাকা কেজি,পটল ৮০ টাকা কেজি, ঢেঁড়শ ৫০-৬০ টাকা কেজি, উচ্ছে ৪০ টাকা কেজি, পেঁয়াজ ২৫ টাকা ও আলু ২০ টাকা কেজি। কার্যত, সবমিলিয়ে গ্রীষ্মের দাবদাহে গরমে বাজার করতে গিয়ে চড়া দামের কারণে হিমশিম খেতে হচ্ছে শহরবাসীকে।
advertisement
আরও পড়ুন: আয়লা-আমফানের স্মৃতি এখনও দগদগে! ঘূর্ণিঝড় মোকার আগে জোর মাইকিং কাকদ্বীপে
অন্যদিকে, সবজি বিক্রেতারা জানাচ্ছেন, আদা যেটা ৮০ টাকা কেজি ছিল, সেটা এখন দাঁড়িয়েছে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি , রসুন ৭০-৮০ টাকা ছিল সেটা এখন ১৫০ টাকা, পটল কদিন আগেই ৪০ টাকায় নেমেছিল সেটা এখন ৮০ টাকায় উঠেছে । প্রত্যেক সবজির দাম এখন আকাশ ছোঁয়া। বিক্রিবাটাও কিছুটা কমেছে, প্রায় মানুষ কাজ চালানোর মতো বাজার করে নিয়ে যাচ্ছেন।
advertisement
advertisement
আরও পড়ুন:তিল তিল করে শক্তি বাড়াচ্ছে মোকা! চলতি সপ্তাহের শেষেই উথালপাতাল সমুদ্র, তুমুল ঝড়বৃষ্টি
মূলত, এই তীব্র গরমের কারণেই সবজির দাম ঊর্ধ্বমুখী বলে মনে করছেন সবজি বিক্রেতারা। বাজার করতে আসা সাধারণ মানুষরা জানাচ্ছেন, ‘‘প্রচণ্ড দাম বেড়ে গেছে , আমাদের মধ্যবিত্ত সংসার নুন আনতে পান্তা ফুরায়। দাম এতটাই বেড়ে গিয়েছে যে বাজার করা মুশকিল হয়ে যাচ্ছে। দাম কমানো দরকার।’’ কেউ কেউ আবার জানিয়েছেন, ‘‘৫০০ টাকার বাজার করেও ব্যাগ ভর্তি হচ্ছে না।’’
advertisement
সবজি বিক্রেতারা আরও জানান সপ্তাহ খানেক আগেই সমস্ত জিনিসের দাম কম ছিল, কিন্ত হঠাৎ দাম ঊর্ধ্বমুখী হওয়ায় এবং আমদানি কম হওয়ায় এই মুহূর্তে বেশি করে সবজি তুলেও রাখা যাচ্ছে না।
এর পাশাপাশি ক্রেতাদের আশা যদি ঝড়বৃষ্টি হয় তাহলে হয়তো সবজির দাম কম হবে। এখন দেখার কতদিন চলবে এই গরম? আর কবে বৃষ্টিতে স্বস্তি পাবে জেলার মানুষ এবং কবে কমবে চড়া সবজির দাম।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: আগুন ঝরাচ্ছে আকাশ! কাঁচা আনাজের দামেও ছ্যাঁকা, মাথায় হাত মধ্য়বিত্তের
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement