দিঘা: বঙ্গোপসাগরের তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘মোকা’৷ ধীরে ধীরে তা পরিণত হচ্ছে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে। কিন্তু ঘূর্ণিঝড় মোকা আছড়ে পড়ার আগেই দক্ষিণবঙ্গের সর্বত্রই ঊর্ধ্বমুখী তাপমাত্রা৷ এমনকী, কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি গয়েছে। তবে, স্বস্তির খবর, এই সপ্তাহের শেষেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতো পূর্ব মেদিনীপুর জেলায় বাড়ছে তাপমাত্রা। দিঘা সহ তার সংলগ্ন এলাকার শেষ ২৪ ঘণ্টার আবহাওয়া ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন অর্থাৎ ১১ মে বৃহস্পতিবার দিঘার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৫ শতাংশ। আকাশ পরিষ্কার প্রখর রোদে দুপুরের পর তাপমাত্রা আরও বেড়ে প্রায় ৪০ ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা পারদ। এদিন বৃষ্টির সম্ভাবনা নেই।
দিঘার মতই পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এদিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। তমলুক সহ সংলগ্ন এলাকার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ শতাংশ। দুপুরের দিকে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চল শহরের এদিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ শতাংশ। এদিন ও শুক্রবার আরও বাড়বে তাপমাত্রা বৃষ্টির সম্ভাবনা নেই।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের এদিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থেকে থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ শতাংশ। জেলার এগরা শহরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৫৯ শতাংশ। আকাশ পরিষ্কার থাকবে।