East Burdwan News: হেঁটে উত্তরপ্রদেশ থেকে পূর্ব বর্ধমান এল ভানু, কি কারণ দেখুন বিস্তারিত
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
East Bardhaman News: টানা ৪৪৫ দিন পায়ে হেঁটে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে পা রাখলেন এক যুবক। এই যুবকের নাম ভানু মহাজন।
পূর্ব বর্ধমান: ১৭ টা রাজ্য পাড় করে মঙ্গলকোটে পা রাখলেন উত্তরপ্রদেশের এক যুবক। লক্ষ্য প্রেম, প্রীতি আর ভালবাসার বার্তা ছড়িয়ে দেওয়া। টানা ৪৪৫ দিন পায়ে হেঁটে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে পা রাখলেন এক যুবক। এই যুবকের নাম ভানু মহাজন। তার বাড়ি উত্তরপ্রদেশ। প্রেম প্রীতি আর ভালবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ঘর ছেড়েছেন ভানু। পায়ে হেঁটে বেরিয়ে পড়েছেন তার অভিনব লক্ষ্য পূরণ করতে। নিজের ভিন্নধর্মী এই লক্ষ্যপূরণের উদ্দেশ্যে পায়ে হেঁটে ইতি মধ্যেই পার করেছেন ১৭ টি রাজ্য। এতগুলি রাজ্য পার করে তিনি প্রবেশ করেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে।
ভানু জানিয়েছেন, তিনি এখনও পর্যন্ত তার বাড়ি থেকে পায়ে হেঁটে সাড়ে ১৩ হাজার কিলোমিটার পার করেছেন। লক্ষ্য ৫১ হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করা। নিজের অভিনব এই উদ্যোগ প্রসঙ্গে উত্তরপ্রদেশের যুবক ভানু মহাজন বলেন, ‘আমার যাত্রাপথের লক্ষ্য উত্তরাখণ্ড, হিমাচল, জম্মু, পাঞ্জাব , হরিয়ানা , উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্দ্রপ্রদেশ, তামিলনাড়ু, পন্ডীচেরি, উড়িষ্যা, ঝাড়খন্ড, ওয়েস্টবেঙ্গেল। মোট ৫১ হাজার কিলোমিটার। পুরোটাই পায়ে হেঁটে।’
advertisement
advertisement
সেই সঙ্গে এই ব্যক্তি আরও জানিয়েছেন, তার লক্ষ্য ভারতের সমস্ত ধর্মীয় স্থানগুলি পায়ে হেঁটে দর্শন করা। যার মধ্যে ৫১ সতীপীঠ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং চার ধাম সমস্তটাই রয়েছে। পায়ে হেঁটে দেশ ভ্রমণে বেরোনো এই ব্যক্তির মূল বক্তব্য একতা এবং ভালবাসার বার্তা ছড়িয়ে দেওয়া। তার অভিনব এই কর্মসূচিকে সাধুবাদ ও কুর্নিশ জানাচ্ছেন স্থানীয় মানুষ।
advertisement
এই প্রসঙ্গে মঙ্গলকোটের স্থানীয় এক ব্যাক্তি বলেন, ‘মানুষ মানুষের জন্য। তিনি সেটা প্রমাণ করেছেন। আমাদেরও উচিৎ হবে মানুষ হয়ে মানুষের জন্য ভাবা।’ আর এভাবেই নিজের কাজ ও মানসিকতা দিয়ে যাত্রা পথে নিজের ছাপ রেখে যাচ্ছেন উত্তরপ্রদেশের ভানু মহাজন।
বনোয়ারীলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2023 3:11 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: হেঁটে উত্তরপ্রদেশ থেকে পূর্ব বর্ধমান এল ভানু, কি কারণ দেখুন বিস্তারিত