Sudipa Chatterjee: অষ্টমীর রাতেই সব শেষ! প্রিয়জনকে হারালেন সুদীপা, শোকে পাথর 'রান্নাঘর'-খ্যাত অভিনেত্রী

Last Updated:

Sudipa Chatterjee: পুজোর মরশুমের মধ্যেই অষ্টমীর রাতে পরিবারের প্রিয় সদস্যকে হারালেন সুদীপা চট্টোপাধ্যায় ও পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়৷

হাসপাতালে ভর্তি অগ্নিদেব!
হাসপাতালে ভর্তি অগ্নিদেব!
কলকাতা: পুজোর মধ্যেই বিষাদের সুর অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের পরিবারে৷ অষ্টমীর রাতেই সব শেষ৷ পুজোর মরশুমের মধ্যেই অষ্টমীর রাতে পরিবারের প্রিয় সদস্যকে হারালেন সুদীপা চট্টোপাধ্যায় ও পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়৷ আচমকা প্রিয়জনের চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই৷
ভানু, গোলু, বাঁটুল-এরাই হল সুদীপার প্রাণ৷ সোশ্যাল মিডিয়ায় দৌলতে তাঁদেরকে সকলেই চেয়ে৷ প্রাণের চেয়েও প্রিয় পোষ্য ভানুকে অনেকদিন আগেই হারিয়েছেন অগ্নিদেব ও সুদীপা৷ ভানুকে হারানোর পর এবার অষ্টমীর রাতে আরও এক প্রিয় পোষ্যকে হারালেন সুদীপা৷ সাত বছর বয়স হয়েছিল বাঁটুলের৷ অষ্টমীর দিন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে৷ তারপরেই সব শেষ৷ নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছেন অভিনেত্রী৷ পোষ্যর সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে দুঃখের কথা শেয়ার করেছেন  সুদীপা৷ ক্যাপশনে লিখেছেন- ‘আমরা তোমাকে ভুলব না। আমরা আবার দেখা করব, একটি রংধনু পথে, স্বর্গের কাছাকাছি কোথাও। মা বাবা তোমাকে বেশি ভালবাসে। ফিরে এসো.. মিস ইউ, বান্টুল।’
advertisement
advertisement
পরিচালক-প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে অসুস্থ৷ তার মধ্যে প্রিয় পোষ্য চলে যাওয়ায় প্রচন্ড ভেঙে পড়েছেন তিনি৷ অগ্নিদেবের সঙ্গে ওর ঘনিষ্ঠতাও বেশি ছিল৷ যার ফলে অনেকটা বেশি শোকে কাতর পরিচালক৷
advertisement
সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, অগ্নিদেবকে নিয়ে প্রচন্ড চিন্তায় রয়েছেন৷ কারণ সোমবার বাইপাস সার্জারি হবে৷ তার মধ্যে এই ঘটনায় অগ্নিদেব এতটা ভেঙে পড়েছে যে কিছু ভাল লাগছে না৷ খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipa Chatterjee: অষ্টমীর রাতেই সব শেষ! প্রিয়জনকে হারালেন সুদীপা, শোকে পাথর 'রান্নাঘর'-খ্যাত অভিনেত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement