Sudipa Chatterjee: অষ্টমীর রাতেই সব শেষ! প্রিয়জনকে হারালেন সুদীপা, শোকে পাথর 'রান্নাঘর'-খ্যাত অভিনেত্রী

Last Updated:

Sudipa Chatterjee: পুজোর মরশুমের মধ্যেই অষ্টমীর রাতে পরিবারের প্রিয় সদস্যকে হারালেন সুদীপা চট্টোপাধ্যায় ও পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়৷

হাসপাতালে ভর্তি অগ্নিদেব!
হাসপাতালে ভর্তি অগ্নিদেব!
কলকাতা: পুজোর মধ্যেই বিষাদের সুর অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের পরিবারে৷ অষ্টমীর রাতেই সব শেষ৷ পুজোর মরশুমের মধ্যেই অষ্টমীর রাতে পরিবারের প্রিয় সদস্যকে হারালেন সুদীপা চট্টোপাধ্যায় ও পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়৷ আচমকা প্রিয়জনের চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই৷
ভানু, গোলু, বাঁটুল-এরাই হল সুদীপার প্রাণ৷ সোশ্যাল মিডিয়ায় দৌলতে তাঁদেরকে সকলেই চেয়ে৷ প্রাণের চেয়েও প্রিয় পোষ্য ভানুকে অনেকদিন আগেই হারিয়েছেন অগ্নিদেব ও সুদীপা৷ ভানুকে হারানোর পর এবার অষ্টমীর রাতে আরও এক প্রিয় পোষ্যকে হারালেন সুদীপা৷ সাত বছর বয়স হয়েছিল বাঁটুলের৷ অষ্টমীর দিন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে৷ তারপরেই সব শেষ৷ নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছেন অভিনেত্রী৷ পোষ্যর সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে দুঃখের কথা শেয়ার করেছেন  সুদীপা৷ ক্যাপশনে লিখেছেন- ‘আমরা তোমাকে ভুলব না। আমরা আবার দেখা করব, একটি রংধনু পথে, স্বর্গের কাছাকাছি কোথাও। মা বাবা তোমাকে বেশি ভালবাসে। ফিরে এসো.. মিস ইউ, বান্টুল।’
advertisement
advertisement
পরিচালক-প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে অসুস্থ৷ তার মধ্যে প্রিয় পোষ্য চলে যাওয়ায় প্রচন্ড ভেঙে পড়েছেন তিনি৷ অগ্নিদেবের সঙ্গে ওর ঘনিষ্ঠতাও বেশি ছিল৷ যার ফলে অনেকটা বেশি শোকে কাতর পরিচালক৷
advertisement
সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, অগ্নিদেবকে নিয়ে প্রচন্ড চিন্তায় রয়েছেন৷ কারণ সোমবার বাইপাস সার্জারি হবে৷ তার মধ্যে এই ঘটনায় অগ্নিদেব এতটা ভেঙে পড়েছে যে কিছু ভাল লাগছে না৷ খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipa Chatterjee: অষ্টমীর রাতেই সব শেষ! প্রিয়জনকে হারালেন সুদীপা, শোকে পাথর 'রান্নাঘর'-খ্যাত অভিনেত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement