Purba Bardhaman News: বর্ধমান স্টেশনে থেকে মাত্র ৩৮ ঘণ্টায় পৌঁছে যান বেঙ্গালুরু! জেনে নিন অমৃত ভারতের সময় সূচী
- Reported by:BONOARILAL CHOWDHURY
- hyperlocal
- Published by:Sayani Rana
Last Updated:
আবারও নতুন চমক। পূর্ব বর্ধমান জেলার সকলের জন্য রয়েছে এক দারুণ সুখবর। অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন এবার বর্ধমান স্টেশনে দাঁড়াবে। এই বর্ধমান স্টেশন থেকেই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে বেঙ্গালুরু পৌঁছান যাবে।
পূর্ব বর্ধমান: আবারও নতুন চমক। পূর্ব বর্ধমান জেলার সকলের জন্য রয়েছে এক দারুণ সুখবর। অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন এবার বর্ধমান স্টেশনে দাঁড়াবে। এই বর্ধমান স্টেশন থেকেই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে বেঙ্গালুরু পৌঁছান যাবে। শনিবার বিকেলে বর্ধমান স্টেশনে এই ট্রেন দেখার জন্য সাধারণ যাত্রীদের মধ্যে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যায় । ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তোলার জন্য ভিড় জমান অনেকেই।
রেল সূত্রে জানা গিয়েছে , সব মিলিয়ে মোট ২২ টি কামরা থাকবে এই ট্রেনে। যার মধ্যে আটটি জেনারেল কামরা। যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে এই অমৃত ভারত এক্সপ্রেসে প্রতিটি কোচে রয়েছে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, চার্জিং পয়েন্ট, অত্যাধুনিক শৌচালয়-সহ বিভিন্ন ধরনের সুবিধা।
advertisement
advertisement
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া এই বিষয়ে জানান, যাঁরা চিকিৎসার জন্য বেঙ্গালুরু যান, এই ট্রেনের জন্য এবার থেকে অনেকেই উপকৃত হবেন। বেঙ্গালুরুর ট্রেন ধরার জন্য হাওড়া যাওয়ার আর কোনও প্রয়োজন পড়বে না যাত্রীদের। এই ট্রেনের মধ্যেই থাকবে অত্যাধুনিক সবরকম সুবিধা ।
আরও পড়ুন: ‘আমার জীবনে যখন কিছু…’! আদৃতের সঙ্গে বিয়ে প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন কৌশাম্বি, প্রকাশ্যে আসল সত্য
advertisement
অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনে মাত্র ৩৮ ঘণ্টার মধ্যে বর্ধমান থেকে বেঙ্গালুরু পৌঁছনো যাবে বলে রেলের দাবি। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি প্রতি রবিবার সকাল ৮ টা বেজে ৫০মিনিটে মালদহ স্টেশন থেকে ছেড়ে আসবে। বর্ধমানে পৌঁছবে প্রায় দুপুর ১টা বেজে ২০মিনিট নাগাদ।
বনোয়ারীলাল চৌধুরী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Dec 31, 2023 3:08 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: বর্ধমান স্টেশনে থেকে মাত্র ৩৮ ঘণ্টায় পৌঁছে যান বেঙ্গালুরু! জেনে নিন অমৃত ভারতের সময় সূচী










