Guarantee and Warranty: গ্যারান্টি এবং ওয়ারেন্টির মধ্য কী পার্থক্য জানেন? কেনাকাটার সময় ঠকছেন না তো? ৯৫% শতাংশ মানুষই জানেন না

Last Updated:
গ্যারান্টি এবং ওয়ারেন্টি অনেকেই মনে করেন দুটি আসলে এক। আবার অনেকে এই দুটি শব্দ আলাদা জানলেও তার প্রকৃত অর্থ জানেন না। এই দুটি শব্দের অর্থ এবং তাদের মধ্যে পার্থক্য জানেন?
1/6
আগামীকাল থেকে শুরু নতুন বছরের। ২০২৩কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৪ কে স্বাগত গোটা বিশ্ব। এই সময় বহু মানুষ চুটিয়ে কেনাকাটাও করেন। কারণ নানা জায়গায় থাকে দারুণ দারুণ সব ওফার।
আগামীকাল থেকে শুরু নতুন বছরের। ২০২৩কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৪ কে স্বাগত গোটা বিশ্ব। এই সময় বহু মানুষ চুটিয়ে কেনাকাটাও করেন। কারণ নানা জায়গায় থাকে দারুণ দারুণ সব ওফার।
advertisement
2/6
অফারের পাশাপাশি কিছু কেনার সময় আর দুটি শব্দও শোনা যায়। সেগুলি হল গ্যারান্টি এবং ওয়ারেন্টি। তবে অনেকেই মনে করেন দুটি আসলে এক। আবার অনেকে এই দুটি শব্দ আলাদা জানলেও তার প্রকৃত অর্থ জানেন না।
অফারের পাশাপাশি কিছু কেনার সময় আর দুটি শব্দও শোনা যায়। সেগুলি হল গ্যারান্টি এবং ওয়ারেন্টি। তবে অনেকেই মনে করেন দুটি আসলে এক। আবার অনেকে এই দুটি শব্দ আলাদা জানলেও তার প্রকৃত অর্থ জানেন না।
advertisement
3/6
এই প্রতিবেদনে গ্যারান্টি এবং ওয়ারেন্টির মধ্যে পার্থক্যটা ঠিক কী সেটাই জানাবো। জিনিসপত্র কেনার আগে ভাল করে জেনে নিন এই দুটি শব্দের মানে।
এই প্রতিবেদনে গ্যারান্টি এবং ওয়ারেন্টির মধ্যে পার্থক্যটা ঠিক কী সেটাই জানাবো। জিনিসপত্র কেনার আগে ভাল করে জেনে নিন এই দুটি শব্দের মানে।
advertisement
4/6
গ্যারান্টি এবং ওয়ারেন্টি এই শব্দ দুটি টিভি, ফ্রিজ, মোবাইল ফোনের মতো দ্রব্যের পাশাপাশি, ব্যাগ, ঘড়ি ইত্যাদি শৌখিন দ্রব্য কেনার সময় অনেকেই শুনেছেন। কিন্তু আপনি কি এই দুটি শব্দের অর্থ এবং তাদের মধ্যে পার্থক্য জানেন?
গ্যারান্টি এবং ওয়ারেন্টি এই শব্দ দুটি টিভি, ফ্রিজ, মোবাইল ফোনের মতো দ্রব্যের পাশাপাশি, ব্যাগ, ঘড়ি ইত্যাদি শৌখিন দ্রব্য কেনার সময় অনেকেই শুনেছেন। কিন্তু আপনি কি এই দুটি শব্দের অর্থ এবং তাদের মধ্যে পার্থক্য জানেন?
advertisement
5/6
ওয়ারেন্টির অর্থ হল, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি দ্রব্যটি ক্ষতিগ্রস্থ হয় তাহলে তা বিনামূল্যে মেরামত করে দেওয়া হবে। এই সুবিধার সুবিধা পেতে, অবশ্যাই পণ্যের বিল এবং ওয়ারেন্টি কার্ড যত্ন করে রাখতে হবে।
ওয়ারেন্টির অর্থ হল, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি দ্রব্যটি ক্ষতিগ্রস্থ হয় তাহলে তা বিনামূল্যে মেরামত করে দেওয়া হবে। এই সুবিধার সুবিধা পেতে, অবশ্যাই পণ্যের বিল এবং ওয়ারেন্টি কার্ড যত্ন করে রাখতে হবে।
advertisement
6/6
অন্যদিকে যদি জিনিসটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নির্মাণ সংক্রান্ত কোনও সমস্যা দেখা যায় তাহলে তা কোম্পানির পক্ষ থেকে বদলে একদম নতুন দ্রব্য দেওয়া হলে তাকে গ্যারান্টি বলা হয়। এই সুবিধার সুবিধা পেতে, অবশ্যাই পণ্যের বিল এবং গ্যারান্টি কার্ড যত্ন করে রাখতে হবে।
অন্যদিকে যদি জিনিসটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নির্মাণ সংক্রান্ত কোনও সমস্যা দেখা যায় তাহলে তা কোম্পানির পক্ষ থেকে বদলে একদম নতুন দ্রব্য দেওয়া হলে তাকে গ্যারান্টি বলা হয়। এই সুবিধার সুবিধা পেতে, অবশ্যাই পণ্যের বিল এবং গ্যারান্টি কার্ড যত্ন করে রাখতে হবে।
advertisement
advertisement
advertisement