Adrit-Kaushambi Wedding: 'আমার জীবনে যখন কিছু...'! আদৃতের সঙ্গে বিয়ে প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন কৌশাম্বি, প্রকাশ্যে আসল সত্য

Last Updated:
জানুয়ারিতেই আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? সত্যতা যাচাইয়ের জন্য নিউজ ১৮ বাংলা ডটকমের কৌশাম্বির সঙ্গে যোগাযোগ করলে তিনি এবিষয়ে জানান।
1/8
টলিপাড়ায় কানপাতলেই এখন বিয়ের সানাই। কিছুদিন আগেই সাতপাকে বাঁধা পড়েছেন সৌরভ-দর্শনা। এবার গুঞ্জন শোনা যাচ্ছিল আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? শুরু হয়েছিল জোর চর্চা।
টলিপাড়ায় কানপাতলেই এখন বিয়ের সানাই। কিছুদিন আগেই সাতপাকে বাঁধা পড়েছেন সৌরভ-দর্শনা। এবার গুঞ্জন শোনা যাচ্ছিল আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? শুরু হয়েছিল জোর চর্চা।
advertisement
2/8
যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিনও মুখ খোলেননি। কিন্তু টেলিপাড়ার সূত্রে খবর, তাঁরা সিরিাল চলাকালীনই সম্পর্কে জড়িয়েছেন। তবে সম্পর্কে শিলমোহর না দিলেও অস্বীকারও করেননি তাঁরা।
যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিনও মুখ খোলেননি। কিন্তু টেলিপাড়ার সূত্রে খবর, তাঁরা সিরিাল চলাকালীনই সম্পর্কে জড়িয়েছেন। তবে সম্পর্কে শিলমোহর না দিলেও অস্বীকারও করেননি তাঁরা।
advertisement
3/8
কিন্তু এইসবের মাঝে বছরের শেষে একটি সংবাদমাধ্যম সূত্রে খবর ছড়িয়ে পড়ে, আগামী জানুয়ারিতেই নাকি ধুমধাম করে বিয়ে হবে টেলিপাড়ার দুই তারকার।
কিন্তু এইসবের মাঝে বছরের শেষে একটি সংবাদমাধ্যম সূত্রে খবর ছড়িয়ে পড়ে, আগামী জানুয়ারিতেই নাকি ধুমধাম করে বিয়ে হবে টেলিপাড়ার দুই তারকার।
advertisement
4/8
এই বিষয়ের সত্যতা যাচাইয়ের জন্য নিউজ ১৮ বাংলা ডটকম কৌশাম্বির সঙ্গে  যোগাযোগ করলে অভিনেত্রী জানান জানুয়ারীতে বিয়ের পিঁড়িতে বসছেন না তাঁরা।
এই বিষয়ের সত্যতা যাচাইয়ের জন্য নিউজ ১৮ বাংলা ডটকম কৌশাম্বির সঙ্গে  যোগাযোগ করলে অভিনেত্রী জানান জানুয়ারীতে বিয়ের পিঁড়িতে বসছেন না তাঁরা।
advertisement
5/8
তাঁদের বিয়ের বিষয়টা আদতে কতটা সত্যি জানতে চাওয়া হলে, নিউজ ১৮ বাংলা ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কৌশাম্বি বলেন, " সত্যি হলে আমরাই জানাতাম। যখন যেটা হবে তখন সেটা হবে এগুলো পুরোটাই ভুয়ো খবর।"
তাঁদের বিয়ের বিষয়টা আদতে কতটা সত্যি জানতে চাওয়া হলে, নিউজ ১৮ বাংলা ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কৌশাম্বি বলেন, " সত্যি হলে আমরাই জানাতাম। যখন যেটা হবে তখন সেটা হবে এগুলো পুরোটাই ভুয়ো খবর।"
advertisement
6/8
কেন তৈরি হল এই গুঞ্জন তা নিজেও জানেন না অভিনেত্রী। এই পুরো ঘটনায় তিনিও খুব অবাক। তিনি বলেন, " কারুর ইচ্চে হয়েছে বলেছে। আমার জীবনে যখন কিছু হবে সকলেই তখন জানতে পারবেন।"
কেন তৈরি হল এই গুঞ্জন তা নিজেও জানেন না অভিনেত্রী। এই পুরো ঘটনায় তিনিও খুব অবাক। তিনি বলেন, " কারুর ইচ্চে হয়েছে বলেছে। আমার জীবনে যখন কিছু হবে সকলেই তখন জানতে পারবেন।"
advertisement
7/8
‘মিঠাই’ ধারাবাহিকে আদৃতের দিদির চরিত্রে দেখা গিয়েছিল কৌশাম্বিকে। সেখান থেকেই আলাপ দু’জনের। তারপর নাকি বন্ধুত্ব বাড়তে থাকে, পরিশেষে প্রেম।
‘মিঠাই’ ধারাবাহিকে আদৃতের দিদির চরিত্রে দেখা গিয়েছিল কৌশাম্বিকে। সেখান থেকেই আলাপ দু’জনের। তারপর নাকি বন্ধুত্ব বাড়তে থাকে, পরিশেষে প্রেম।
advertisement
8/8
এর আগে আরও একবার আদৃতের বিয়ে ঠিক হয়েছিল। ২০২২ সালের নভেম্বর-ডিসেম্বর নাগাদ প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে বিয়ের কথা হয়েছিল তাঁর।
এর আগে আরও একবার আদৃতের বিয়ে ঠিক হয়েছিল। ২০২২ সালের নভেম্বর-ডিসেম্বর নাগাদ প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে বিয়ের কথা হয়েছিল তাঁর।
advertisement
advertisement
advertisement