Music Composer : ৬ দশক ধরে কোনও সম্মান না পাওয়ার আক্ষেপ নিয়েই কাঁপা হাতে গান লিখে চলেছেন অশীতিপর এই গীতিকার, সুরকার ও গায়ক

Last Updated:

Music Composer : শান্তিময়বাবু নানা ধরনের প্রায় সাত হাজার গান লিখে ও সুর প্রদান করেছেন । সঙ্গীতশিল্পীদের সুবিধার্থে শিল্পীর লেখা বইয়ে সরলিপিও উল্লেখিত ।

+
শান্তিময়বাবু

শান্তিময়বাবু নানা ধরনের প্রায় সাত হাজার গান লিখে ও সুর প্রদান করেছেন

পূর্ব বর্ধমান : টানা চার বছর আকাশবাণীতে গান গেয়েও শিল্পীর সম্মান পেলেন না বলে আক্ষেপ পূর্ব বর্ধমান শহরের বোড়হাটের বাসিন্দা শান্তিময় ঘোষের । অভিযোগ, আকাশবাণীর কর্মীদের দুর্ব্যবহারের ফলে কলকাতা আকাশবাণী রেডিওর গান ছেড়ে চলে আসেন তিনি । সঙ্গীতশিল্পী শান্তিময় ঘোষ শুধু গায়কই নন ৷ তিনি একজন গীতিকার ও সুরকার । তাঁর লেখা এবং সুরে গান গেয়েছেন হৈমন্তী শুক্লা,  রাঘব চট্টোপাধ্যায়,  অনুপ ঘোষালের মতো শিল্পীারা । শান্তিময়বাবু নানা ধরনের প্রায় সাত হাজার গান লিখে ও সুর প্রদান করেছেন । সঙ্গীতশিল্পীদের সুবিধার্থে শিল্পীর লেখা বইয়ে সরলিপিও উল্লেখিত ।
কোনওদিন প্রচারের আলোতে আসতে চাননি তিনি ৷ তবে বাড়ির লোকেরা চান শান্তিময় বাবু সম্মানিত হোন । বাড়িতেই আছে মা কালীর মূর্তি ৷ বিগ্রহের সামনে বসে মা কালীকে নিয়ে অসংখ্য ভক্তিগীতি লিখেছেন তিনি । বর্তমানে বয়স প্রায় আশি ৷  হাত কাঁপলে,ও কানে শুনতে না পেলেও হাতের লেখা রয়েছে সেই আগের মতোই।
advertisement
আরও পড়ুন : পুলিশের মানবিক মুখ, দরিদ্র পরিবারের পড়ুয়াদের জন্য অবৈতনিক কোচিং সেন্টার
২০ বছর বয়স থেকে তিনি গান লেখা ও সুর প্রদান করেন । ১৯৭১ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আকাশবাণীতে গান গাইতেন । পাশাপাশি গান লেখা ও সুর প্রদান করতেন । অভিযোগ, সব মিলিয়ে শান্তিময়বাবুর গানের ভাণ্ডার ভর্তি, তবে সম্মানের জায়গা কার্যত শূন্য ৷
advertisement
advertisement
আরও পড়ুন : প্ল্যাটফর্মে অপেক্ষারত সন্দেহভাজনের ব্যাগ তল্লাশি করে চক্ষু চড়কগাছ রেলপুলিশের
শান্তিময় বাবুর স্ত্রী শঙ্করী ঘোষ বলেন,  ‘‘ উনি বড় গুণী লোক । আমি বিয়ের আগে থেকেই জানতাম । তবে এত গান লিখে ও সুর দিয়েও কোনও সম্মান পেলেন না । ওঁর সম্মান পাওয়া দরকার ছিল । তবে ওঁর তা না পাওয়ার কারণ একটাই-কোনওদিন প্রচারের আলোয় ছিলেন না উনি।’’
advertisement
( প্রতিবেদন :  Malobika Biswas)
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Music Composer : ৬ দশক ধরে কোনও সম্মান না পাওয়ার আক্ষেপ নিয়েই কাঁপা হাতে গান লিখে চলেছেন অশীতিপর এই গীতিকার, সুরকার ও গায়ক
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement