পাকিস্তানের নির্বাচনে ব্যাহত হয়েছে মতপ্রকাশের স্বাধীনতা, জানাল ইউরোপীয় পর্যবেক্ষক দল

Last Updated:

পাকিস্তানের নির্বাচনে ব্যাহত হয়েছে মতপ্রকাশের স্বাধীনতা, জানাল ইউরোপীয় পর্যবেক্ষক দল

#ইসলামাবাদ: পাকিস্তানে সরকার গড়ার পথে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ । প্রায় ১১৮টি আসনে এগিয়ে রয়েছে তাঁরা । কিন্তু ইতিমধ্যেই নির্বাচনের গণনাপ্রক্রিয়া নিয়ে সমালোচনা করেছে পিপিপি ও পিএমল (এন) সহ বিরোধী দলগুলি । রিগিং ও নির্বাচন প্রভাবিত করার অভিযোগও এনেছে তাঁরা ।এরইমধ্যে তৈরি হল নতুন এক নতুন বিতর্ক।
ইউরোপীয় ইউনিয়নে নির্বাচন পর্যবেক্ষণের একটি প্রতিনিধিদল জানিয়েছে পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ ২৫জুলাই-এর নির্বাচনের উপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলেছে ও নির্বাচনের প্রচারাভিযানও সঠিকভাবে হয়নি ।১২০ জন সদস্যেই ওই  দলটি প্রায় ৫৮২টি বুথে নথিভুক্তিকরণ, ভোটদান ও গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করে । পাঞ্জাব, সিন্ধ, ইসলামাবাদ ও খাইবার পাকথুনখওয়ার কয়েকটি নির্বাচন কেন্দ্রও ঘুরে দেখেন তাঁরা ।  তাঁরা জানিয়েছেন, নির্বাচনের সময় যথেচ্ছভাবে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতাকে লঙ্ঘন করা হয়েছে । ভোটদান প্রক্রিয়া স্বচ্ছভাবে হলেও গণনার সময় 'বেশ কিছু সমস্যা' ছিল । ওই প্রতিনিধিদলের মুখ্য পর্যবেক্ষক জানিয়েছেন মাইকেল গেহলার জানিয়েছেন এই নির্বাচনের মান বজায় রাখার জন্য নানাবিধ আইন প্রণয়ন করা হলেও সমগ্র নির্বাচন প্রক্রিয়ায় সমতার বেশ অভাব ছিল ।
advertisement
সেপ্টম্বর পর্যন্ত ইসলামাবাদে থাকবেন এই পর্যবেক্ষক দল । পাক-নির্বাচনের উপর একটি চুড়ান্ত রিপোর্ট পেশ করবে তাঁরা ও ভবিষ্যতের নির্বাচনগুলিকে আরও সঠিকভাবে পরিচালনা করা নিয়েও পরামর্শ দেবেন ।
advertisement
আরও পড়ুন: সরকার গড়ার পথে ইমরান খান, ১১৮ আসনে এগিয়ে তেহরিক-ই-ইনসাফ
পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যাপক অব্যবস্থার অভিযোগ এনেছে । ভোটগণনা থেকে শুরু করে ফলাফল ঘোষণা কোনওটাই তাঁরা বিধিসম্মত ভাবে করেনি । তাঁরা আরও জানিয়েছেন এই বিষয়টি নিয়ে অবিলম্বে তদন্ত শুরু হওয়া দরকার ।
বাংলা খবর/ খবর/বিদেশ/
পাকিস্তানের নির্বাচনে ব্যাহত হয়েছে মতপ্রকাশের স্বাধীনতা, জানাল ইউরোপীয় পর্যবেক্ষক দল
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement