Viral Video : বন্দুক হাতে উদ্দাম নাচ তরুণীর! ইন্টারনেটে হু হু করে ভাইরাল সেই ভিডিও
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Viral Video : এক মঞ্চে বেশ কয়েকজন যুবকের সঙ্গে নাচ করতে দেখা যায় ওই নৃত্যশিল্পীকে
#বিহার: বিহারের সিওয়ান জেলার এক তরুণীকে হাতে পিস্তল নিয়ে নাচতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল সেই ভিডিও। এক মঞ্চে বেশ কয়েকজন যুবকের সঙ্গে নাচ করতে দেখা যায় ওই নৃত্যশিল্পীকে।
डांसर के हाथों में पिस्टल थमा कर युवक मस्ती में ऐसे डांस कर रहा हैं, जैसे इसको पुलिस प्रशासन का खौफ ही नहीं... VIDEO सीवान का है... @BJP4Bihar pic.twitter.com/0ucjXesl8T
— Nitesh Srivastava (@nitesh_sriv) September 30, 2022
advertisement
ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখায় যে কীভাবে মানুষ উৎসব এবং বিয়ের মতো অনুষ্ঠানে বন্দুক এবং অন্যান্য অস্ত্র প্রদর্শন করে। আইনের তোয়াক্কাই করে না তাঁরা।
advertisement
উত্তর ভারতের উত্তরপ্রদেশ এবং বিহার রাজ্যে, উৎসবে বন্দুকযুদ্ধ মোটামুটি সাধারণ বিষয়। এই ধরনের গুলি চালানো আইনের পরিপন্থী এবং প্রায়শই অনিচ্ছাকৃত প্রাণহানির ঘটনা ঘটে। বিহারের সিওয়ানের এই সোশ্যাল মিডিয়ায় ভয় তৈরি করছে।
advertisement
ম্যাজেন্টা এক লেহেঙ্গা পরে মঞ্চে নাচছেন একজন মহিলা, হাতে রয়েছে একটি রিভলভার। টুইটারে এমন এক ভিডিও দেখা যায় সম্প্রতি। এখনও এটা স্পষ্ট নয় যে তরুণীকে পার্টি থেকেই আগ্নেয়াস্ত্রটি দেওয়া হয়েছিল নাকি নিজের সুরক্ষার জন্য তাঁর কাছেই ছিল।
Location :
First Published :
October 04, 2022 11:27 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : বন্দুক হাতে উদ্দাম নাচ তরুণীর! ইন্টারনেটে হু হু করে ভাইরাল সেই ভিডিও