ঢাক বাজিয়ে তাক লাগালেন প্রসেনজিৎ! খুদে আদিদেবের কাছে কি জিততে পারবেন বুম্বা দা?
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
এক পুজোর মণ্ডপে মিলে গেল দুই প্রজন্ম। একসঙ্গে ঢাক বাজালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আদিদেব চট্টোপাধ্যায়
#কলকাতা: ঢাকের ছন্দময় বাজনা ছাড়া দুর্গাপূজা অসম্পূর্ণ। ঢাকের শব্দ তাৎক্ষণিকভাবে ছন্দ তৈরি করে। উৎসবের আভা বাড়ায় এই ঢাক। ঢাকে কাঠি না পড়লে পুজো পুজো মনেই হয় না। কিন্তু আজ ঢাকের বোলে একটু অন্য উন্মাদনা। ঢাক বাজিয়ে তাক লাগিয়ে দিলেন প্রসেনজিৎ।
advertisement
advertisement
টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুর্গাপূজার দিনগুলোতে বেজায় খুশি। জনপ্রিয় অভিনেতা তাঁর সর্বশেষ সিনেমা 'কাছের মানুষ'-এ অভিনয় করে সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন। ঢাক বাজানোতেও তার অন্যথা হল না বটে। তবে এক পুজোর মণ্ডপে মিলে গেল দুই প্রজন্ম। একসঙ্গে ঢাক বাজালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং আদিদেব চট্টোপাধ্যায় (Aadidev Chatterjee)।
advertisement
আদিদেব চট্টোপাধ্যায়, রান্নাঘর খ্যাত সুদীপার ছেলে। ছোট্ট খুঁদে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমনিতেই পরিচিত। তবে বুম্বা দা কে এক বকায় চুপ করিয়ে দিতে পারে এই ছোট্টটা। ভিডিও দেখলে অবাক হবেন আপনিও।
প্রসেনজিতের মতে, দুর্গাপূজার তাৎপর্য ধর্মের বাইরে। এটি সহানুভূতি, ভ্রাতৃত্ব, মানবতা, শিল্প ও সংস্কৃতির উদযাপন। ঢাক, নতুন জামাকাপড়, সুস্বাদু খাবারের সঙ্গে আনন্দের মেজাজ থাকে এদিনগুলোয়।
advertisement
প্রসঙ্গত, পথিকৃৎ বসু পরিচালিত ‘কাছের মানুষ’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, সঙ্গে ছিলেন দেব ও ইশা সাহা। সিনেমাটি জীবন দিয়ে পূর্ণ... এবং ঠিক যেমন 'কাছের মানুষ' সবসময় অনুপ্রাণিত করে তেমন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 04, 2022 10:49 PM IST