#মুম্বই: বাণিজ্যনগরীতে মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো বলে কথা। অষ্টমীতে প্রতি বারই ওই বাড়ির পুজোয় বলি তারকাদের সমাবেশ হয়। এ বারও তার অন্যথা হল না। সেইখানেই দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্তকে।
View this post on Instagram
কলকাতায় তাঁর ব্যস্ত সময়সূচী। প্যান্ডেল পরিদর্শনের মধ্যে থেকেও মুম্বাই যাওয়ার জন্য কিছু সময় পেয়েছিলেন অভিনেত্রী। দীর্ঘদিনের বন্ধু রানী মুখার্জির সঙ্গে উত্তর মুম্বইয়ের দুর্গা পূজায় দেখা। এই পুজো ১৯৪৭-এ ২৬জন বন্ধুর সঙ্গে মিলে পদ্মশ্রী শশধর মুখার্জি শুরু করেন। সবচেয়ে বড় পূজাগুলির মধ্যে একটি এটি।
আরও পড়ুন: দুর্গাপুজোতে হতে হয় 'পরিযায়ী'! জার্মানিতে প্রবাসী বাঙালির পুজো জমজমাট
ঋতুপর্ণা এবং রানি উভয়কেই তাঁদের উজ্জ্ব শাড়িতে আকর্ষণীয় লাগছিল। মা দুর্গা শক্তির প্রতীক এবং দুজনকে একই সঙ্গে সৌন্দর্য এবং শক্তির প্রতীকের মতো দেখাচ্ছিল। দুর্গাপুজো এত বড়ো করে উদযাপন কেন? এটি এমন একটি উৎসব যেখানে সব বাঙালিই বাইরে যান, উদযাপন করেন। কেউ পরিবারের সঙ্গে আড্ডা দেন, সংস্কৃতিতে ভিজে থাকেন বাঙালি। এই পাঁচটি দিন আমাদের কাছের এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দ করার জন্য।
আরও পড়ুন: মাস্ক পরার জন্য জয়াকে ধমক কাজলের, রইল বলিপাড়ার দুর্গামণ্ডপে দুই বঙ্গনারীর ভিডিও
প্রসঙ্গত, ঋতুপর্ণাকে এর আগে দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি পূজা প্যান্ডেলে তাঁর পরবর্তী ছবি ‘মহিষাশুরমর্দিনী’-এর প্রচার করতে দেখা গেছে। প্রচার্র সময় তাঁর সঙ্গে ছিলেন পরিচালক রঞ্জন ঘোষও। অভিনেত্রীর দুর্গা পূজার করণীয় তালিকাটি বেশ দীর্ঘ। করোনার কোপে গত দুই বছর মিস করা সমস্ত আনন্দ উপভোগ করতে চান তিনি। প্রিয়জনদের সঙ্গেও সময় কাটাচ্ছেন এরমধ্যে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja 2002, Durga puja international 2022, Rani Mukherjee, Rituparna Sengupta